নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোপথের বেলেঘাটা এবং গৌরকিশোর ঘোষ স্টেশনের মধ্যবর্তী অংশের অসম্পূর্ণ কাজ শুরু করা হবে আগামী নভেম্বরে। বৃহস্পতিবার আদালতে এমনই জানান রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)-এর আইনজীবী শাক্য সেন। তিনি জানান, এ বিষয়ে গত ৯ সেপ্টেম্বর কলকাতা পুলিশ, কলকাতা পুরসভা, কেএমডিএ, পরিবহণ দফতর, মেট্রো এবং আরভিএনএল-এর প্রতিনিধিদের মধ্যে বৈঠকে এই সমাধানসূত্র উঠে এসেছে। এ দিন আদালতে ওই বৈঠকের কার্যবিবরণী জমা দেন শাক্য। তিনি জানান, নভেম্বরের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহান্তে চিংড়িঘাটা মোড়ের কাছে অসম্পূর্ণ তিনটি স্তম্ভের কাজ শেষ করবেন আরভিএনএল কর্তৃপক্ষ। কাজ চলাকালীন চিংড়িঘাটা মোড়ে যান নিয়ন্ত্রণ ও বিকল্প রাস্তায় গাড়ি চলাচলের জন্য পদক্ষেপ করবে রাজ্য।
আদালত সূত্রের খবর, গত ৯ সেপ্টেম্বরের ওই বৈঠকে আরভিএনএল কর্তৃপক্ষ এ-ও জানিয়েছেন, তিনটি স্তম্ভের কাজ সম্পূর্ণ হওয়ার ন’মাসের মধ্যে মেট্রোর লাইন সংযোগ এবং পরিকাঠামোগত বাকি কাজ শেষ করা হবে। তাঁদের আরও দাবি, বেলেঘাটা থেকে আইটি সেন্টার সেকশন পর্যন্ত মেট্রো পরিষেবার পরিকাঠামোগত কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ। সেই পথে এক প্রস্ত মহড়া দৌড়ও করা হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)