Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Death

মা-মেয়ের মৃত্যু কি আত্মহত্যা, শুরু তদন্ত

দুর্ঘটনার বদলে আত্মহত্যার তত্ত্বই জোরদার হচ্ছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ জুলাই ২০২০ ০২:২৮
Share: Save:

দুর্ঘটনাবশত আগুন লেগেছিল না কি আর্থিক অনটনের কারণে আত্মঘাতী হতে চেয়ে গায়ে আগুন দিয়ে মারা গিয়েছেন পর্ণশ্রী থানার দ্বিজেন মুখার্জি রোডের বাসিন্দা মা-মেয়ে, সেই ধোঁয়াশা এখনও কাটল না।

প্রাথমিক ভাবে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, গত অগস্টে ছেলের মৃত্যুর পরে সোমা মিত্র (৬৮) এবং তাঁর মেয়ে কাকলি মিত্র (৪২) বাড়ি ভাড়া দিতে না পেরে মহেশতলা থেকে বোনের বাড়িতে চলে আসেন। তার পর থেকে দু’জনের খরচ বহন করছিলেন সোমাদেবীর বোন ছবিরানি ঘোষ এবং বোনপো হীরক। ছেলের মৃত্যু এবং বোনের সংসারে এসে থাকা, দুইয়ে মিলে অবসাদেও ছিলেন তাঁরা। পাশাপাশি আগুন লাগার কারণ খুঁজতে গিয়ে প্রাথমিক ভাবে শর্ট সার্কিটের প্রমাণ পাননি তদন্তকারীরাও। উল্টে মা-মেয়ের ঘর থেকে কেরোসিনের বোতল পাওয়া গিয়েছে। ফলে দুর্ঘটনার বদলে আত্মহত্যার তত্ত্বই জোরদার হচ্ছে। তবে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করতে যাওয়া সোমাদেবীর পক্ষে সম্ভব ছিল না। সে ক্ষেত্রে কি মেয়ে কাকলি নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়েছিলেন, আর তা থেকেই পুড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে? দু’জনের দেহের ময়না-তদন্ত হলেও রিপোর্ট আসেনি। সেটা পেলেই মা-মেয়ের মৃত্যুর কারণ নিয়ে নিশ্চিত হওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Death Parnashree
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE