Advertisement
১৯ এপ্রিল ২০২৪

আরও দুই হাসপাতালে বন্ধ একাধিক ইউনিট

নীলরতন সরকার এবং কলকাতা মেডিক্যাল কলেজের পরে এ বার আর জি কর ও বিধাননগর মহকুমা হাসপাতাল। আবারও দু’টি সরকারি হাসপাতালে বুধবার আচমকা হানা দিয়ে অনিয়মের হদিস পেলেন অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ডের (এইআরবি) পরিদর্শকেরা। এর জেরেই তাঁরা বন্ধ করে দিলেন আর জি করের একটি এক্স রে এবং একটি ম্যামোগ্রাম ইউনিট এবং বিধাননগর মহকুমা হাসপাতালের একটি এক্স-রে ইউনিট।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৫ ০০:০৩
Share: Save:

নীলরতন সরকার এবং কলকাতা মেডিক্যাল কলেজের পরে এ বার আর জি কর ও বিধাননগর মহকুমা হাসপাতাল। আবারও দু’টি সরকারি হাসপাতালে বুধবার আচমকা হানা দিয়ে অনিয়মের হদিস পেলেন অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ডের (এইআরবি) পরিদর্শকেরা। এর জেরেই তাঁরা বন্ধ করে দিলেন আর জি করের একটি এক্স রে এবং একটি ম্যামোগ্রাম ইউনিট এবং বিধাননগর মহকুমা হাসপাতালের একটি এক্স-রে ইউনিট।

আর জি কর হাসপাতালে একটি এক্স-রে ও একটি ম্যামোগ্রাম ইউনিট সিল করা ছাড়াও দু’টি ক্যাথল্যাব এবং পাঁচটি এক্স-রে ইউনিটকে হুঁশিয়ারি দেওয়া হয়। বলা হয়, এক মাসের মধ্যে নিজেদের না শুধরে নিলে সেই ইউনিটগুলিও বন্ধ করা হবে। বিধানগর মহকুমা হাসপাতালেও একটি এক্স-রে ইউনিট বন্ধ করে এবং দু’টি এক্স-রে ইউনিটকে হুঁশিয়ারি দেওয়া হয় বলে এইআরবি সূত্রে খবর। এ ক্ষেত্রেও এক মাস সময়সীমা দেওয়া হয়েছে।

এইআরবি-র এক কর্তা জানান, তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় যে সব যন্ত্র থেকে সেগুলি চালানো ও রক্ষণাবেক্ষণের কিছু নির্দিষ্ট নিয়ম আছে। এইআরবি-র ২০০৪ সালের নতুন নিয়মে সেগুলি মানা বাধ্যতামূলক। কিন্তু এ নিয়ে গোটা দেশে বহু জায়গায় সচেতনতা নেই। তাই আচমকা এই পরিদর্শন। পাশাপাশি বুধবারই সল্টলেকের একটি স্থানীয় নার্সিংহোমের একটি এক্স-রে ইউনিটও সিল করে দেন এইআরবি-র কর্তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IRB R G Kar hospital sskm
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE