ভারতের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা-গবেষণার মানে প্রথম স্থান পেয়েছে যাদবপুর। একটি বিদেশি সংস্থার সমীক্ষায় এশিয়ার মধ্যে ৮৪তম স্থানে রয়েছে তারা। পড়াশোনার মান, গবেষণা, পরিকাঠামো ইত্যাদির ভিত্তিতে সমীক্ষা চালিয়েছিল ওই সংস্থা। উপাচার্য সুরঞ্জন দাস জানান, কেন্দ্রের অনেক কম অনুদান পায় যাদবপুর। ফলে গবেষণাগার, গ্রন্থাগার এবং পঠনপাঠনের নানান প্রকল্প বাধা পায়। ‘‘শত প্রতিবন্ধকতা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় নিজেকে প্রমাণ করে দেখিয়েছে। আমরা চাইব, যাদবপুরকে উত্কর্ষের কেন্দ্র করে তুলতে কেন্দ্রীয় সরকার অনুদান বাড়িয়ে দিক,’’ বলেন উপাচার্য।