Advertisement
০৩ মে ২০২৪
KMC Polls 2021

KMC Polls 2021: সব জায়গায় প্রার্থী দিতে না পেরে নাটক করছে, বিরোধীদের খোঁচা মুখ্যমন্ত্রী মমতার

রবিবার মিত্র ইনস্টিটি‌উশনে ভোট দিতে যান মুখ্যমন্ত্রী। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাঁর দাবি, কলকাতায় শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে।

রবিবার ভোটদান করতে মিত্র ইনস্টিটি‌উশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রবিবার ভোটদান করতে মিত্র ইনস্টিটি‌উশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২১ ১৭:৪৬
Share: Save:

কলকাতা পুরসভার সব ক’টি ওয়ার্ডে প্রার্থী দিতে না পেরে অশান্তির নাটক করছে বিজেপি। রবিবার বিজেপি-র নাম না করে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরভোটে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করেছে বিজেপি। তবে বিরোধী দলের সে দাবি নাকচ করে দিয়েছেন মমতা। তাঁর মতে, শান্তিপূর্ণ ভাবে কলকাতায় পুরভোট হয়েছে।

রবিবার দুপুর ৩টে নাগাদ মিত্র ইনস্টিটি‌উশনে ভোট দিতে যান মুখ্যমন্ত্রী। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাঁর দাবি, ‘‘কলকাতায় শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে।’’ পুরভোটে গন্ডগোল হচ্ছে বলে বিজেপি-র দাবি নস্যাৎ করেছেন তিনি। বিজেপি-কে খোঁচা দিয়ে তিনি বলেন, ‘‘কেউ যদি ১৪৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা না করতে পারে, তা হলে তাঁরা নাটক করবে। ওদের পাত্তা না দেওয়াই ভাল। আমি খুশি যে শান্তিপূর্ণ ভোট হয়েছে।’’

যদিও মমতার এ দাবি মানতে নারাজ রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার। দক্ষিণ দিনাজপুরে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে একটি বিক্ষোভ কর্মসূচিতে তাঁর দাবি, ‘‘আমরা এই নির্বাচনকে নির্বাচন বলেই মনে করছি না। সে পরিবেশ নেই। সব ওয়ার্ডে পুনর্নির্বাচন হওয়া উচিত!’’ কলকাতা তথা রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সুকান্ত। তিনি বলেন, ‘‘গোটা রাজ্য জুড়ে আমাদের প্রতিবাদ চলছে। যে ধরনের অগণতান্ত্রিক পদ্ধতি বা পরিবেশ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে বিশেষ করে কলকাতায়, তার প্রতিবাদ জানাচ্ছি। আমরা আগেও বলেছিলাম, কলকাতা পুলিশ তথা রাজ্য পুলিশকে দিয়ে সুষ্ঠু ও অবাধ পুরভোট করানো সম্ভব নয়। সে জন্যই কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট করানোর জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করেছিলাম।’’ পুরভোটের শাসকদলের সন্ত্রাসের অভিযোগ তুলে সুকান্তর দাবি, ‘‘বোমা পড়লে পুলিশ বলছে, ‘চকোলেট বোমা।’ অথচ স্থানীয়েরা বলছেন যে বোমায় আঘাতে আহত হতে পারতাম। তবে কলকাতা পুলিশের আধিকারিকেরা বলছেন, ‘এ নিয়ে তদন্ত হবে। কেউ তো মারা যাননি!’ এই হচ্ছে কলকাতা তথা পশ্চিমবঙ্গ পুলিশের বোমার সংজ্ঞা। বুথে সিসিটিভি-র মুখ ঢেকে দেওয়া হচ্ছে। আমাদের এজেন্টদের মারধর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে। তার পরেও বলা হচ্ছে যে শান্তিপূর্ণ ভোট হচ্ছে!’’

যদিও কলকাতা পুলিশের ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে মমতার কণ্ঠে। তিনি বলেন, ‘‘কলকাতা পুলিশ যথাসাধ্য চেষ্টা করেছে। নাকা চেকিং করা হয়েছে। যাতে ভোটের সময় বহিরাগতরা কলকাতায় আসতে না পারেন।’’

মমতার এ মন্তব্যের আগেই কলকাতা পুরভোটে অশান্তির অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ভোটে কোনও অশান্তির ফুটেজ হাতে থাকলে প্রকাশ্যে আনার কথাও বলেন তিনি। অশান্তিতে তৃণমূলের কেউ জড়িত আছে প্রমাণিত হলে ২৪ ঘণ্টায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন অভিষেক। বলেন, ‘‘অশান্তির ভিডিয়ো ফুটেজ থাকলে আনুন। তৃণমূলের কেউ, কোথাও, কোনও ভাবে জড়িত রয়েছে, প্রমাণ দিতে পারলে ২৪ ঘণ্টার মধ্যে দল ব্যবস্থা নেবে।’’ পাশাপাশি, প্রশাসনিক স্তরেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE