কলকাতা শহরবাসীকে বর্জ্য পৃথকীকরণে আরও সচেতন করতে নতুন করে উদ্যোগী হল কলকাতা পুরসভা। শুক্রবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘোষণা করেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। তাঁর কথায়, শহরকে আরও পরিচ্ছন্ন রাখতে হলে আবর্জনা পৃথকীকরণ বাধ্যতামূলক করতে হবে এবং সেই বিষয়ে সচেতনতা বাড়াতেই গান ও ভিডিয়ো তৈরি করা হয়েছে।
মেয়র জানান, আপাতত গানটি এফএম রেডিও এবং পুরসভার ব্যাটারিচালিত গাড়িগুলিতে বাজানো হবে। পাশাপাশি কোথায় কোথায় ভিডিয়ো প্রচার করা যায়, তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁর বক্তব্য, “বর্জ্য পৃথকীকরণে সকলে যদি সচেতন হন, তা হলে কলকাতা আরও পরিষ্কার থাকবে। শুধুমাত্র সরকার বা পুরসভা নয়, সাধারণ মানুষও দায়িত্ব নিলে শহর দ্রুত বদলে যাবে।”
আরও পড়ুন:
ফিরহাদ শহরবাসীর উদ্দেশে আরও একটি আবেদন করেন— সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত যেন রাস্তায় কোনও গাড়ি পার্কিং করে রাখা না হয়। কারণ এই সময়েই পুরসভার সাফাইকর্মীরা নিয়মিত রাস্তা পরিষ্কার করেন। তাঁর কথায়, “সাফাই কর্মীদের কাজ নির্বিঘ্ন করতে হলে এই সময়ে রাস্তা খালি রাখা জরুরি।”
তিনি বলেন, ‘‘পরিষ্কার-পরিচ্ছন্ন শহর গড়তে প্রশাসনের পাশাপাশি নাগরিকদের অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি।” নতুন উদ্যোগের ফলে শহরবাসী বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আরও দায়িত্বশীল হবেন বলেই আশা পুরসভার।