Advertisement
E-Paper

শহর জুড়ে হোটেল-নাইট ক্লাব- পানশালায় বড়দিন এবং নববর্ষের অনুষ্ঠানে বিশেষ নজরদারি করবে কলকাতা পুরসভা!

কলকাতা শহরে উৎসবের মরসুম বরাবরই জমজমাট। বড়দিন ও নববর্ষের রাতে পার্ক স্ট্রিট থেকে সল্টলেক, গড়িয়া হাট থেকে নিউ টাউন— প্রতিটি এলাকাই হয়ে ওঠে বিনোদনের কেন্দ্রবিন্দু। তাই শৃঙ্খলা বজায় রাখতে এবং কর ফাঁকি রুখতে এ বছরও সক্রিয় হচ্ছে পুরসভা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ১২:৫৩
KMC will conduct special vigil on Christmas-New Year across the city

ডিসেম্বরের শেষ সপ্তাহে শহরময় বিশেষ নজরদারি চালাতে চলেছে কলকাতা পুরসভা। —ফাইল চিত্র।

শীতকালীন উৎসবের মরসুমে বড়দিন ও ইংরেজি নববর্ষকে ঘিরে শহরের হোটেল, নাইট ক্লাব, রেস্তরাঁ ও পানশালাগুলিতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। প্রতি বছর এই সময় বিভিন্ন ধরনের কনসার্ট, ডিজে নাইট, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পার্টির আয়োজন করা হয়। আর ঠিক এই কারণেই ডিসেম্বরের শেষ সপ্তাহে শহরময় বিশেষ নজরদারি চালাতে চলেছে কলকাতা পুরসভা। বিনোদন করের নিয়ম মানা হচ্ছে কি না, তা নিশ্চিত করতেই ২৩ ডিসেম্বর থেকে রাত্রিকালীন অভিযান শুরু করবে পুরসভার বিশেষ দল। এই নজরদারি চলবে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত।

কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, উৎসবের বিশেষ দিনগুলিতে যে কোনও ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান করতে হলে পুরসভার কাছ থেকে অনুমতি নিতে হয়। একই সঙ্গে জমা দিতে হয় নির্দিষ্ট বিনোদন কর। অভিযোগ, প্রতি বছরই বেশ কিছু হোটেল, অভিজাত ক্লাব কিংবা পানশালা অনুমোদন ছাড়াই পার্টি আয়োজন করে থাকে। সেই ফাঁকফোকর বন্ধ করতেই এ বার আরও কড়া অবস্থানে প্রশাসন। পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, “অনুমতি না-নিয়ে যদি কোনও অনুষ্ঠান হয়, কিংবা অনুমোদনের শর্ত ভেঙে আয়োজনে বাড়াবাড়ি করা হয়, তা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মোটা অঙ্কের জরিমানা করা হবে। বিশেষ করে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠান চালালে কর দ্বিগুণ হয়। এ সব নিয়ম ঠিকমতো মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে প্রতি দিন সন্ধ্যা ছ’টা থেকেই টিম রাস্তায় নামবে। নির্দিষ্ট দিনগুলিতে মধ্যরাতের পরও অভিযান চালানো হবে।”

জানা গিয়েছে, শুধু হোটেল-রেস্তরাঁতেই নয়, শহরের বিভিন্ন প্রদর্শনী, মেলাপ্রাঙ্গণ, পার্ক কিংবা খোলা মাঠে আয়োজিত ইভেন্টগুলিও এই নজরদারির আওতায় আসবে। পুরসভার সূত্রের দাবি, কিছু ক্ষেত্রে মেলা বা প্রদর্শনীর নামে বড়সড় বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হলেও কর জমা দেওয়া হয় না। এ বছর সেই ধরনের কোনও ফাঁকি ধরা পড়লে কঠোর পদক্ষেপ করা হবে। যদিও বিনোদন কর বিভাগের এক অভ্যন্তরীণ সূত্র বলছে, আগের বছরের তুলনায় এ বার লোকবল কিছুটা কম, ফলে বড় পরিসরে অভিযান চালানো সম্ভব হবে না। তা সত্ত্বেও বিভিন্ন এলাকায় নজরদারির জন্য দু’টি বিশেষ দল প্রস্তুত করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী আরও বাহিনী যুক্ত করা হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।

কলকাতা শহরে উৎসবের মরসুম বরাবরই জমজমাট। বড়দিন ও নববর্ষের রাতে পার্ক স্ট্রিট থেকে সল্টলেক, গড়িয়া হাট থেকে নিউ টাউন— প্রতিটি এলাকাই হয়ে ওঠে বিনোদনের কেন্দ্রবিন্দু। তাই শৃঙ্খলা বজায় রাখতে এবং কর ফাঁকি রুখতেই এ বছরও সক্রিয় হচ্ছে পুরসভা। অনুমতি ছাড়া কোনও ইভেন্টের আয়োজন কিংবা নিয়ম ভেঙে অনুষ্ঠান করা হলে কড়া হাতে ব্যবস্থা নেওয়া হবে বলেই সতর্কবার্তা দিয়েছে প্রশাসন। পুরসভার কর বিভাগ জানাচ্ছে, এই ভাবে নজরদারি চালিয়ে বছরশেষে জরিমানা মারফত পুরসভার ভাল আয় হতে পারে বলে পূর্ব অভিজ্ঞতা বলছে। তাই সে পথে চলে আবার নতুন বছর শুরুর আগে রাজস্ব আদায়ের লক্ষ্যেই পুরসভার এমন পদক্ষেপ।

New Year Celebratiion In Kolkata New Year Celebrations christmas KMC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy