Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Polio Vaccine

পোলিয়োর প্রতিষেধক নিয়ে ডাক্তারদের দুষলেন মেয়র

সোমবার হাম ও রুবেলার প্রতিষেধক প্রদান অনুষ্ঠানে শিশুরোগ চিকিৎসক অপূর্ব ঘোষের সামনেই ফিরহাদ অভিযোগ করেন, পোলিয়োর প্রতিষেধক নেওয়ার পরামর্শ দিতে অনেক চিকিৎসকেরই অনীহা রয়েছে।

পোলিয়োর প্রতিষেধক নিতে না চাওয়ার অভিযোগ ডাক্তারদের একাংশকে দায়ী করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

পোলিয়োর প্রতিষেধক নিতে না চাওয়ার অভিযোগ ডাক্তারদের একাংশকে দায়ী করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৩ ০৬:৫১
Share: Save:

পোলিয়োর প্রতিষেধক নিতে না চাওয়ার অভিযোগ এত দিন ছিল নাগরিকদের একাংশের বিরুদ্ধে। এ বার তার জন্য ডাক্তারদের একাংশকে দায়ী করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সোমবার হাম ও রুবেলার প্রতিষেধক প্রদান অনুষ্ঠানে শিশুরোগ চিকিৎসক অপূর্ব ঘোষের সামনেই ফিরহাদ অভিযোগ করেন, পোলিয়োর প্রতিষেধক নেওয়ার পরামর্শ দিতে অনেক চিকিৎসকেরই অনীহা রয়েছে। এ দিন চেতলা গার্লস হাইস্কুলে ওই অনুষ্ঠানে মেয়র বলেন, ‘‘কলকাতার অনেক চিকিৎসক পোলিয়োর প্রতিষেধক নিতে মানুষকে উৎসাহিত করেন না। তাঁরা মনে করেন, এর আর দরকার নেই। কিন্তু একটা গাফিলতি থেকে পৃথিবীতে ফের পোলিয়ো নির্মূল কর্মসূচি শুরু করতে হয়। এটা উচিত নয়।’’

এর উত্তরে ওই শিশুরোগ চিকিৎসক বলেন, ‘‘মেয়রের মন্তব্য ৯৯ শতাংশ চিকিৎসকের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কদাচিৎ কোনও চিকিৎসক অজ্ঞানতার কারণে হয়তো পোলিয়োর প্রতিষেধক নিতে উৎসাহ দেন না। এটা কাম্য নয়।’’ ‘অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টর্স’-এর সাধারণ সম্পাদক মানস গুমটা বলেন, ‘‘স্বাস্থ্যের সব দায় চিকিৎসকদের ঘাড়ে চাপানো হচ্ছে। চিকিৎসকেরা কাজ না করলে পোলিয়ো রাজ্য থেকে দূর হত? যাঁরা জীৱন দিয়ে কোভিড-যুদ্ধে জেতালেন, তাঁরা প্রশাসনের থেকে একটু সংবেদনশীল মন্তব্য আশা করতেই পারেন। সরকার পরিকল্পিত ভাবে স্বাস্থ্য সংক্রান্ত দুর্বলতার দায় চিকিৎসকদের ঘাড়ে চাপাচ্ছে। এতে চিকিৎসক সমাজ আতঙ্কিত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE