কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় অনেকটা বেড়ে যাওয়ার পরে নড়েচড়ে বসল পুর প্রশাসন। উদ্বিগ্ন পুরকর্তাদের একাংশের মতে, এই পরিস্থিতির জন্য দায়ী শহরের কয়েকটি বরোর এগজিকিউটিভ হেল্থ অফিসারদের গাফিলতি। সজাগ নন কয়েক জন কাউন্সিলরও। বৃহস্পতিবার পুর ভবনে বর্তমান ডেঙ্গি পরিস্থিতি নিয়ে একটি বৈঠক হয়। সেখানে জানানো হয়েছে, গত সেপ্টেম্বরে ডেঙ্গি রোগীর সংখ্যা যা ছিল, অক্টোবরে তা প্রায় চার গুণ বেড়ে গিয়েছে। এই মুহূর্তে শহরের তিনটি বরো এলাকার ১২টি ওয়ার্ডের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে চিন্তিত পুরসভা।
ডেঙ্গির এমন বাড়বাড়ন্তের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ডেপুটি মেয়র অতীন ঘোষ বৈঠকে বলেন, ‘‘কয়েক জন এগজিকিউটিভ হেল্থ অফিসার ঠিক মতো কাজ করছেন না। এ ভাবে চলবে না। প্রত্যেককে সতর্ক থাকতে হবে।’’ একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিদের ‘নীরব’ ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে বৈঠকে। অতীনবাবুর কথায়, ‘‘ফাঁকা জায়গায় জঞ্জাল ফেলা হচ্ছে। বদ্ধ জলাশয় আবর্জনায় ভরে যাচ্ছে। তবু হুঁশ নেই স্থানীয় বাসিন্দা থেকে কোনও কোনও জনপ্রতিনিধির। মামলার ভয়ে স্বাস্থ্য দফতরের কর্তব্যরত অফিসারও ব্যবস্থা নিচ্ছেন না।’’
এ দিনের বৈঠকে ডেপুটি মেয়র সাফ জানিয়ে দিয়েছেন, কোথাও জঞ্জাল জমা হলে সেই জমির মালিককেই তা সরাতে হবে। পুর আইনে বলা আছে, জমির মালিক জঞ্জাল না সরালে পুরসভার সংশ্লিষ্ট অফিসার তাঁকে নোটিস ধরাবেন। মামলা করবেন। কিন্তু এক শ্রেণির অফিসার আদালতে যাওয়ার ভয়ে মামলা করছেন না। অতীনের সাফ কথা, ‘‘চাকরি করতে হলে এ সব করতে হবে। না হলে অবসর নিন।’’