Advertisement
২০ এপ্রিল ২০২৪
Koljata News

ওসির বিরুদ্ধে পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ শোভনের

পর্ণশ্রী থানার আধিকারিকের বিরুদ্ধে মেয়রের নালিশ, তিনি মহানাগরিকের করা অভিযোগকে আদৌ গুরুত্ব দেননি। উল্টে তাঁর নিরাপত্তা কর্মীদেরই ধমকেছেন।

রত্না ও শোভন চট্টোপাধ্যায়। ফাইল চিত্র।

রত্না ও শোভন চট্টোপাধ্যায়। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৮ ১৮:১৪
Share: Save:

এ বার আর স্ত্রী রত্না চট্টোপাধ্যায় নয়! পর্ণশ্রী থানার ওসির বিরুদ্ধে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের কাছে অভিযোগ দায়ের করেছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়

পর্ণশ্রী থানার আধিকারিকের বিরুদ্ধে মেয়রের নালিশ, তিনি মহানাগরিকের করা অভিযোগকে আদৌ গুরুত্ব দেননি। উল্টে তাঁর নিরাপত্তা কর্মীদেরই ধমকেছেন। তাঁদের কাজে বাধা এবং হুমকি দিয়েছেন বলে অভিযোগ। ওই আধিকারিক এবং এক শ্রেণির পুলিশ কর্মী রত্নার সঙ্গে আঁতাঁত করে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেই দাবি শোভনের।

রাজীব কুমারকে লেখা ১৯ এপ্রিলের ওই চিঠিতে শোভন জানিয়েছেন, তাঁর করা ১৭ এপ্রিলের অভিযোগের ভিত্তিতে পর্ণশ্রী থানার পুলিশ কোনও তদন্তই শুরু করেনি এখনও পর্যন্ত। নগরপালের কাছে মেয়র তাই আর্জি জানিয়েছেন, বিষয়টিকে যথাযথ গুরুত্ব দিয়ে কমিশনার যেন উপযুক্ত ব্যবস্থা নেন।

আরও পড়ুন: কলকাতার বাজারেই টাটকা মাংসে মিশে যায় ভাগাড়ের মরা পশুর মাংস

আরও পড়ুন: হাইকোর্টে মুখ পুড়ল কমিশনের, পঞ্চায়েতের ভোট পিছিয়ে যাচ্ছে

এর আগে স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে একাধিক বার পুলিশের কাছে গিয়েছেন শোভন। রত্না তাঁর ‘ক্ষতি’ করতে পারেন, এই আশঙ্কায় গত ১৭ এপ্রিল পর্ণশ্রী থানার ‘শরণাপন্ন’ হয়েছিলেন তিনি। সেই অভিযোগে তিনি জানিয়েছিলেন, তাঁর পর্ণশ্রীর বাড়ি থেকে গুরুত্বপূর্ণ নথি ও সম্পত্তি পাচার করে দিতে পারেন রত্না। ওই বাড়িতে তাঁর বহু গুরুত্বপূর্ণ নথি ও সম্পত্তি রয়েছে। সেগুলি যাতে বেহাত না হয়ে যায়, সে জন্য গত ১৪ এপ্রিল একটি বেসরকারি সংস্থার দু’জন নিরাপত্তারক্ষী নিয়োগ করেন তিনি। সম্পত্তির উপর নজরদারির জন্য ওই নিরাপত্তাকর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছিল। পাশাপাশি, ওই বাড়িতে যাতায়াতকারীদের নাম-ঠিকানাও নথিভুক্ত করে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁদের। কিন্তু, তাঁর স্ত্রী নিরাপত্তারক্ষীদের কোনও কাজ করতে দিচ্ছেন না বলে মেয়রের অভিযোগ ছিল। এমনকী, হুমকিও দেওয়া হচ্ছিল ওই নিরাপত্তাকর্মীদের। মেয়রের বাড়িতে কারা যাতায়াত করছেন, লগ বুকে সেই সব নাম-ধাম লিখতেও বাধা দেওয়া হচ্ছিল। পুলিশকে লেখা অভিযোগপত্রে শোভন দাবি করেছিলেন যে, বেশ কিছু বাইরের লোকজন তাঁর স্ত্রী মদতে ওই বাড়িতে যাওয়া-আসা শুরু করেছে বলে তাঁর কাছে খবর রয়েছে। সেই জন্য তিনি তাঁর সম্পত্তি, নথিপত্র-সহ নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

তবে, পুলিশ কমিশনারের কাছে মেয়রের এই আর্জি নিয়ে লালবাজারের কোনও মন্তব্য জানা যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE