Advertisement
E-Paper

পুলিশের পোশাকে বান্ধবীকে নিয়ে থানায় হাজির যুবক! স্যালুট করতেই গ্রেফতার করে নিল কলকাতা পুলিশ

শুক্রবার কলকাতার এন্টালি থানায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম দীপ্তেন্দু বাগ। তিনি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং এলাকার বাসিন্দা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুন ২০২৫ ১৫:৩২

—ফাইল চিত্র।

সকাল সাড়ে ১০টা তখন। থানায় কর্মব্যস্ততা তুঙ্গে। এমন সময়েই বান্ধবীকে সঙ্গে নিয়ে থানায় হাজির এক যুবক। পরনে পুলিশেরই পোশাক। পোশাকে লেখা ‘ইনস্পেক্টর অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ’। কিন্তু পুলিশকর্মীরা দেখলেন, ওই যুবক থানায় ঢুকে সকলকেই স্যালুট করছেন। পদমর্যাদাও মানছেন না! এতেই সন্দেহ হয় সকলের। তার পর পুলিশকর্মীদের একের পর এক প্রশ্নে ওই যুবক থতমত খেয়ে গিয়ে অসংলগ্ন উত্তর দিতে থাকায় কারও বিষয়টি বুঝতে অসুবিধা হয়নি। সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হয় আগন্তুককে। শুক্রবার কলকাতার এন্টালি থানায় ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম দীপ্তেন্দু বাগ। তিনি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং এলাকার বাসিন্দা। প্রাথমিক ভাবে তদন্তকারীদের অনুমান, বান্ধবীর মন পেতেই পুলিশ অফিসার সেজে তাঁকে নিয়ে থানায় এসেছিলেন তিনি। কিন্তু এর পিছনে আর অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, কেউ ইনস্পেক্টর পদে থাকলে কখনওই তিনি যেচে অধস্তনদের স্যালুট করবেন না। সাধারণত তা ঘটে না। কিন্তু দীপ্তেন্দু যে ভাবে সকলকে স্যালুট করছিলেন, তা পুলিশকর্মীদের কাছে অস্বাভাবিক ঠেকেছিল। তাঁরা সঙ্গে সঙ্গেই বুঝতে পারেন, ওই যুবক ভুয়ো পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেরায় ধৃত জানিয়েছেন, বেশ কয়েক দিন আগে তাঁর মানিব্যাগ চুরি হয়ে গিয়েছিল। এন্টালি থানাতেই তিনি অভিযোগ দায়ের করতে এসেছিলেন। সেই সময় থানার এক পুলিশ অফিসার তাঁকে টাকা দিয়ে সাহায্য করেছিলেন। তাঁকে ধন্যবাদ জানাতে বান্ধবীকে নিয়ে থানায় এসেছেন তিনি। কিন্তু পুলিশ অফিসারের বেশে কেন, তার এখনও স্পষ্ট কোনও উত্তর মেলেনি।

তদন্তকারীদের সূত্রে খবর, যুবক জেরায় যা বলেছেন, তার সবটাই যাচাই করে দেখা হচ্ছে। যুবকের বান্ধবীকে অবশ্য গ্রেফতার করেনি পুলিশ।

Kolkata Police Fake Police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy