Advertisement
২০ এপ্রিল ২০২৪
Debanjan Deb

Kolkata Fake Vaccine Case: দেবাঞ্জন কাণ্ড: পুরসভার কাছে তথ্য চাইল লালবাজার

বুধবার দ্বিতীয় বার দেবাঞ্জনকে সঙ্গে নিয়ে তাঁর কসবার অফিসে যান গোয়েন্দারা। ঘণ্টা দুয়েক ধরে অভিযু্ক্তদের নিয়ে অফিসে তল্লাশি চালান তাঁরা।

গ্রাফিক: সন্দীপন রুইদাস।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ জুলাই ২০২১ ২০:৩৩
Share: Save:

কসবার জাল টিকা কাণ্ডে ধৃত দেবাঞ্জন দেব সম্পর্কে কলকাতা পুরসভার কাছে তথ্য চেয়ে পাঠাল কলকাতা পুলিশ। জাল আইএএস দেবাঞ্জন কলকাতা পুরসভার যুগ্ম কমিশনার পরিচয় দিয়ে একাধিক ব্যক্তিকে প্রতারণা করেছেন বলে অভিযোগ। তদন্তে নেমে পুলিশ দেবাঞ্জনের কাছে পুরসভা সংক্রান্ত যে সব নথি পেয়েছে তার সত্যতা যাচাই করতেই পুরসভার কাছে তথ্য চাওয়া হয়েছে বলে সূত্রের খবর।

পুরসভার কাছে যে সব বিষয় জানতে চাওয়া হয়েছে, সেগুলি হল-

• দেবাঞ্জন কলকাতা পুরসভার যে পরিচয় পত্র ব্যবহার করত, সেই পরিচয় পত্র পুরসভা থেকে ইস্যু করা হয়েছিল কি না।

• কলকাতা পুরসভার ‘পুরশ্রী বিবর্ধন’ হলোগ্রাম দেবাঞ্জন বা পুরসভার কর্মচারী ছাড়া অন্য কোনও ব্যক্তিকে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল কি না।

• শরণ্য আঢ্যকে পুরসভা কোনও পরিচয় পত্র দিয়েছে কি না।

• কসবার শান্তিপল্লিতে পুরসভার কোনও ‘স্পোর্টস ফেডারেশন’ আছে কি না। এই নামে কোনও ‘লেটার হেড’ পুরসভা ব্যবহার করে কি না।

• ইন্ডিয়ান এক্সচেঞ্জ প্লেসে অবস্থিত নির্দিষ্ট একটি সংস্থাকে পুরসভা আদৌ কোনও কাজের বরাত দিয়েছে কি না।

বুধবার দ্বিতীয় বার দেবাঞ্জনকে সঙ্গে নিয়ে তাঁর কসবার অফিসে যান গোয়েন্দারা। ঘণ্টা দুয়েক ধরে অভিযু্ক্তদের নিয়ে অফিসে তল্লাশি চালান তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE