Advertisement
২৪ এপ্রিল ২০২৪

মধ্য রাতে পাসপোর্ট অফিসের বহুতলে আগুন

দমকল জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ আনন্দপুরে আকাশ টাওয়ার-এর চারতলায় আগুন লাগে। সেখানে একটি বেসরকারি কোম্পানির ব্রাঞ্চ অফিস ছিল।

—নিজস্ব চিত্র।

—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৭ ০৩:১০
Share: Save:

অফিসের কাজ সেরে সবে মাত্র রাতে খাওয়া শুরু করছিলেন তিন কর্মী। তার মধ্যে হঠাৎ ফায়ার অ্যালার্মের শব্দ। দরজা খুলে তাঁরা বাইরে বেরিয়ে দেখেন গোটা ফ্লোর কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। ঠিক তার নীচের তলাতেই বন্ধ অফিসে আগুন লেগেছে। তত ক্ষণে বন্ধ হয়ে গিয়েছে আলো। জানলা দিয়ে চিৎকার করে বাঁচার আর্জি জানাচ্ছেন। কিন্তু তখনও দমকল না পৌঁছনোয় কেউ উদ্ধার করতে যায়নি বলে দাবি ওই তিন যুবকের।

আরও পড়ুন:প্রমোদের ক্যান্টিন উঠিয়ে ফুড কোর্ট! পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে বিক্ষোভে প্রাক্তনীরা

শেষে মোবাইলের আলো জ্বালিয়ে ধোঁয়া ঠেলে সিঁড়ি দিয়ে কোনও ভাবে নেমে নিজেদের প্রাণ বাঁচান তাঁরা। দমকল জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ আনন্দপুরে আকাশ টাওয়ার-এর চারতলায় আগুন লাগে। সেখানে একটি বেসরকারি কোম্পানির ব্রাঞ্চ অফিস ছিল। ঠিক তার নীচেই রয়েছে পাসপোর্ট অফিস। দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ১২টি ইঞ্জিন কয়েকঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে দেয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE