দীর্ঘ প্রতীক্ষার পর বিজেপির হয়ে প্রথম ময়দানে নামতে গিয়েই ধাক্কা খেল শোভন-বৈশাখী জুটি। সোমবার খিদিরপুর থেকে গেরুয়া শিবিরের বাইক র্যালি করার কথা তাঁদের। তার ঠিক আগে রবিবার সন্ধ্যায় ওই মিছিলের অনুমতি দেওয়া হয়নি বলে লালবাজারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। ফলে র্যালির চাকা গড়ানোর আগেই তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে এ দিন রাত পর্যন্ত পুলিশের অনুমতি না মেলায় বৈঠকে বসেন বিজেপি-র কলকাতা জোনের নেতারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেই নেতাদের কারও সঙ্গেই টেলিফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে সূত্রের খবর, বৈঠকে ঠিক হয়েছে পুলিশের সঙ্গে সঙ্ঘাতে যাবে না বিজেপি। নির্দিষ্ট সময়, নির্দিষ্ট জায়গা থেকে র্যালি শুরু হবে। যতটা এগনো সম্ভব এগোবে। তার পর পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
সোমবার খিদিরপুর থেকে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চল প্রদক্ষিণ করে বিজেপির রাজ্য দফতরে যাওয়ার কর্মসূচি নিয়েছিলেন শোভন। সঙ্গে থাকার কথা তাঁর বান্ধবী বৈশাখী এবং বিজেপির সর্বভারতীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র।