Advertisement
E-Paper

এটিএমে টাকা তুলতে সাহায্যের নামে বৃদ্ধের কাছ থেকে লক্ষাধিক টাকা লুট! কী ভাবে লালবাজারের জালে দুই অভিযুক্ত?

টাকা তুলতে সাহায্য করার নাম করে এক বৃদ্ধের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় দু’লক্ষ টাকা হাতিয়ে নেন অভিযুক্তেরা। ঘটনার দিন কয়েক পর নেতাজিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ১৯:৫০
Lalbazar arrests two accused for robbing elderly man of lakhs of rupees on pretext of helping him withdraw money from ATM

এটিএম থেকে টাকা তুলতে সাহায্য করার নামে প্রতারণার অভিযোগ কলকাতায়। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

এটিএম থেকে টাকা তুলতে সাহায্য করার নামে প্রতারণার অভিযোগ উঠল কলকাতায়। অভিযোগকারীর দাবি, তাঁর এটিএম কার্ড ব্যবহার করে ১ লক্ষ ৯৭ হাজার টাকা লুট করে পালায় দুষ্কৃতীরা। প্রায় দু’মাস আগের এই ঘটনার কিনারা করল কলকাতা পুলিশ। দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে তারা।

পুলিশ সূত্রে খবর, গত বছর ২২ নভেম্বর সন্ধ্যা সওয়া ৬টা নাগাদ লুটের ওই ঘটনাটি ঘটে। অভিযোগকারী সঞ্জীব দে-র দাবি, তিনি ওই দিন বাঘাযতীনের সরকারি হাসপাতালের বিপরীতে একটি এটিএমে টাকা তুলতে গিয়েছিলেন। কিন্তু ৬২ বছর বয়সি সঞ্জীব এটিএম থেকে টাকা তোলার ব্যাপারে অতটা সড়গড়ও নন। সেই সময়েই তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি।

অভিযোগ, টাকা তুলতে সাহায্য করার নাম করে সঞ্জীবের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় দু’লক্ষ টাকা হাতিয়ে নেন অভিযুক্তেরা। ঘটনার দিন কয়েক পর নেতাজিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। নেতাজি নগর থানার পুলিশের পাশাপাশি লালবাজারের গোয়েন্দা বিভাগও তদন্তে নামে। তদন্তের সময় সংশ্লিষ্ট ওই এটিএমের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। সেই ফুটেজের সূত্র ধরে অভিযুক্তদের শনাক্ত করেন তদন্তকারীরা। তার পরে বিশ্বস্ত সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

রবিবার শুভম মাল এবং সনৎ নস্কর নামে দুই যুবককে গ্রেফতার করে লালবাজার। তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ১ লক্ষ ৫৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। সেই টাকা আপাতত পুলিশ বাজেয়াপ্ত করেছে। পুলিশ সূত্রে খবর, এই লুটের নেপথ্যে তাঁরা ছাড়াও আর কেউ জড়িত কি না, তা জানার জন্য ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আদালতে হাজির করিয়ে তাঁদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।

ATM ATM Theft Kolkata Police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy