দমদম অর্ডন্যান্স ফ্যাক্টরির নির্বাচনে জয়ী হল বামেরা। ওই কারখানার ওয়ার্কস কমিটির নির্বাচনে ৫টি আসনে জয়ী হয়েছে সিটু ও বামপন্থী প্রভাবিত মজদুর ইউনিয়ন। আইএনটিটিইউসি প্রভাবিত ইউনিয়ন পেয়েছে দু’টি আসন। পৃথক ভাবে লড়ে আইএনটিউসি প্রভাবিত ইউনিয়ন কোনও আসন পায়নি। সিপিএমের কাশীপুর-বেলগাছিয়া অঞ্চলের দলীয় নেতৃত্বের দাবি, শ্রমিকের দাবি আদায়ের লড়াইয়ে বামপন্থীদের উপরে কর্মীরা ভরসা রাখছেন, এই ফল তারই ইঙ্গিত।
নদিয়া জেলার তেহট্ট-১ ব্লকের একটি সমবায়ের নির্বাচনেও জয়ী হয়েছে বামেরা। তৃণমূল কংগ্রেস সেখানে প্রার্থী দেয়নি। মোট ৬২টি আসনের মধ্যে সিপিএম সমর্থিত প্রার্থীরা ১৮টি জিতেছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। বাকি ৪৪টির মধ্যেও ৩২টি তারা পেয়েছে, বিজেপি সমর্থিত প্রার্থীদের দখলে গিয়েছে ১২টি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)