Advertisement
১৬ মে ২০২৪

সুড়ঙ্গের হদিশ রেড রোডে!

একেবারে মাখনের মতো রাস্তা। যে-রাস্তায় খানা-খন্দ তো দূরের কথা, হয়তো ইঁদুরের গর্তও নেই! সুড়ঙ্গ সেই রেড রোডেরই তলায়! ফোর্ট উইলিয়ামের উল্টো দিকে।

— নিজস্ব চিত্র।

— নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৫৮
Share: Save:

একেবারে মাখনের মতো রাস্তা। যে-রাস্তায় খানা-খন্দ তো দূরের কথা, হয়তো ইঁদুরের গর্তও নেই!

সুড়ঙ্গ সেই রেড রোডেরই তলায়! ফোর্ট উইলিয়ামের উল্টো দিকে। লম্বায় কুড়ি ফুট। তবে, যে রাস্তায় প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হয়, সেই রেড রোডের কতটা নীচে ওই সুড়ঙ্গের হদিশ মিলেছে, জানা যায়নি।

ময়দান থানার পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় সেটির হদিশ পেয়েছে।

যেহেতু সামনেই ফোর্ট উইলিয়াম, তাই ওই সুড়ঙ্গ কবে, কী ভাবে খোঁড়া হল, তা নিয়ে কৌতূহল রয়েছে স্বাভাবিক ভাবেই। ‘নাশকতার চেষ্টা’র কথাও উঠেছে। পুলিশ সবকিছু খতিয়ে দেখছে।

সুড়ঙ্গটি রয়েছে আদতে রাস্তার পাশের পাঁচিলের গায়ের অংশের নীচে। কেউ কেউ মনে করছেন, হয়তো নিকাশির জন্যই সেটি বানানো হয়েছিল ব্রিটিশ আমলে। বছরখানেক আগে আরও একটি সুড়ঙ্গের হদিশ মিলেছিল ওই এলাকায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

long tunnel red road red road tunnel
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE