একেবারে মাখনের মতো রাস্তা। যে-রাস্তায় খানা-খন্দ তো দূরের কথা, হয়তো ইঁদুরের গর্তও নেই!
সুড়ঙ্গ সেই রেড রোডেরই তলায়! ফোর্ট উইলিয়ামের উল্টো দিকে। লম্বায় কুড়ি ফুট। তবে, যে রাস্তায় প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হয়, সেই রেড রোডের কতটা নীচে ওই সুড়ঙ্গের হদিশ মিলেছে, জানা যায়নি।
ময়দান থানার পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় সেটির হদিশ পেয়েছে।
যেহেতু সামনেই ফোর্ট উইলিয়াম, তাই ওই সুড়ঙ্গ কবে, কী ভাবে খোঁড়া হল, তা নিয়ে কৌতূহল রয়েছে স্বাভাবিক ভাবেই। ‘নাশকতার চেষ্টা’র কথাও উঠেছে। পুলিশ সবকিছু খতিয়ে দেখছে।
সুড়ঙ্গটি রয়েছে আদতে রাস্তার পাশের পাঁচিলের গায়ের অংশের নীচে। কেউ কেউ মনে করছেন, হয়তো নিকাশির জন্যই সেটি বানানো হয়েছিল ব্রিটিশ আমলে। বছরখানেক আগে আরও একটি সুড়ঙ্গের হদিশ মিলেছিল ওই এলাকায়।