Advertisement
০৮ মে ২০২৪

চুরির গয়না, বিদেশি মদ-সহ ধৃত পরিচারক

পুলিশ জানায়, রবিবার রাতে চুরির অভিযোগে বারাসত থেকে গ্রেফতার করা হয়েছে অলক ওরফে আকাশ বেহেরা নামে এক যুবককে।

উদ্ধার: আকাশের কাছ থেকে মিলেছে চুরির জিনিস। নিজস্ব চিত্র

উদ্ধার: আকাশের কাছ থেকে মিলেছে চুরির জিনিস। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৮ ০২:০০
Share: Save:

কয়েক লক্ষ টাকার হিরে, সোনা, রুপোর গয়নার সঙ্গে চুরি গিয়েছিল বেশ কিছু দামি বিদেশি মদের বোতল। সানি পার্কের বাসিন্দা পেশায় ব্যবসায়ী সঞ্জয় আটা তদন্তকারীদের বারবার অনুরোধ করেছিলেন গয়নার পাশাপাশি সেই স্কচও যেন উদ্ধার করা হয়। তাঁর অনুরোধ রেখেছেন বালিগঞ্জ থানার তদন্তকারীরাও। পুলিশ জানায়, রবিবার রাতে চুরির অভিযোগে বারাসত থেকে গ্রেফতার করা হয়েছে অলক ওরফে আকাশ বেহেরা নামে এক যুবককে। পুলিশের দাবি, সঞ্জয়ের বাড়ির পরিচারক আকাশের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া অধিকাংশ জিনিস। যে ডেরায় সে লুকিয়ে ছিল, সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে স্কচ ভর্তি তিনটি বোতলও।

সোমবার আকাশকে আলিপুর আদালতে হাজির করানো হয়েছিল। সরকারি কৌঁসুলি সৌরীন ঘোষাল আদালতে জানান, আরও কিছু জিনিসপত্র উদ্ধার করা বাকি আছে। অভিযুক্ত আকাশ সে সব জিনিস কোথায় রেখেছে, তা জানা ও বার করার জন্য তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া জরুরি। বিচারক আকাশকে সাত দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

পুলিশ জানায়, সানি পার্কের বাড়িতে বাবা, মা ও তাঁর পরিবার নিয়ে থাকেন সঞ্জয়। গত ২৭ ডিসেম্বর তিনি সস্ত্রীক দুবাই গিয়েছিলেন। বাড়িতে ছিলেন বৃদ্ধ বাবা-মা।
তাঁদের বা়ড়িতে এক মহিলা পরিচারিকা রয়েছেন। তিনি রান্না করে দিয়ে চলে যান। মাস তিনেক আগে ওই বাড়িতে সব সময়ের পরিচারক হিসেবে আকাশ কাজে যোগ দেয়। ৪ জানুয়ারি দুবাই থেকে ফিরে সঞ্জয় জানতে পারেন, ১ জানুয়ারি থেকে কাজে আসছে না আকাশ। একই সঙ্গে তিনি জানতে পারেন, বাড়ি থেকে চুরি গিয়েছে বেশ কয়েক লক্ষ টাকার সোনা, হিরে, রুপোর গয়না, বড় এলইডি টিভি, গান বাজানোর দামি কি-বোর্ড, মিউজিক সিস্টেম এবং স্কচের বেশ কিছু বোতল। পুলিশ জানায়, চুরির ঘটনার এফআইআরে সঞ্জয় স্কচের বোতলগুলি খোয়া যাওয়ার কথা বলেননি। সেগুলি উদ্ধার করার জন্য তিনি মৌখিক ভাবে অনুরোধ জানিয়েছিলেন।

কী করে উদ্ধার হল সব চোরাই জিনিস? পুলিশ জানায়, তদন্তে নেমে দেখা যায়, আকাশের মোবাইল ফোন বন্ধ। অনুসন্ধান করে জানা যায়, বাড়ি বদলের ছুতোয় সে অটো ডেকে সানি পার্ক থেকে সব জিনিস তুলে চম্পট দেয়। দিন কয়েক আগে জানা যায়, বারাসতের একটি গেঞ্জি কারখানায় আশ্রয় নিয়েছে ওই পরিচারক। রবিবার রাতে সেখানে হানা দিয়ে স্কচের বোতল ও বাকি চোরাই জিনিস-সহ গ্রেফতার করা হয় আকাশকে। একটি পুটলিতে গয়নাগুলি রেখেছিল সে। পুলিশ আরও জানায়, বারাসত যাওয়ার আগে আলিপুরের একটি ডেরায় টিভি, কি-বোর্ড, মিউজিক সিস্টেম রেখে যায় সে। সেগুলিও রবিবার বেশি রাতে উদ্ধার করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE