কয়েকশো কোটি টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার হল এক ব্যক্তি। বুধবার, রিজেন্ট পার্ক এলাকা থেকে। ঢাকুরিয়ার বাসিন্দা ওই ব্যক্তির নাম চন্দন সিংহরায়। অভিযোগ, সারদা-রোজভ্যালির মতো বেআইনি অর্থলগ্নি সংস্থা গড়ে নাগাল্যান্ড, অসম, শিলিগুড়ি, ছত্তীসগঢ় থেকে টাকা তোলা হচ্ছিল। ‘এভারলাইক রিয়েলকন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড’ নামে ওই সংস্থার অন্যতম ডিরেক্টর চন্দনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে নাগাল্যান্ডের আদালত। নাগাল্যান্ড পুলিশের থেকে পাওয়া একটি ঠিকানার ভিত্তিতে চন্দনের গতিবিধি নজরে রাখছিল রিজেন্ট পার্ক থানার পুলিশ। তারা জানতে পারে, থানার কাছেই আর একটি সংস্থা চালাচ্ছে চন্দন। আজ, বৃহস্পতিবার আদালতে চন্দনের ট্রানজিট রিমান্ডের আবেদন জানাবে নাগাল্যান্ড পুলিশ।