প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সুশান্ত ভৌমিক। তার বাড়ি সাউথ সিটি কমপ্লেক্সে। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে একাধিক ব্যক্তিকে ঋণ দেওয়ার নাম করে মোটা টাকা সুদের কারবার করতেন সুশান্ত। তার বিরুদ্ধে ১ কোটি ৭৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে সুশান্ত ফেরার ছিল। সোমবার গড়িয়াহাটে একটি সোনার দোকান চালু করার সময় হেয়ার স্ট্রিট থানার পুলিশ তাকে গ্রেফতার করে। আজ ধৃতকে আদালতে তোলা হবে।