Advertisement
১৯ এপ্রিল ২০২৪

স্ত্রীকে অ্যাসিড ছুড়ে ধৃত স্বামী

সুচিত্রার অভিযোগ, সইদুল বাজারে আনাজ বিক্রি করলেও বাড়িতে টাকা-পয়সা দেয় না। বছর তিনেক ধরে মাঝেমধ্যেই বাড়িতে এসে অশান্তি করত সে। সোমবার বাড়ির বাইরে লুকিয়ে ছিল সইদুল।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৯ ০২:২৬
Share: Save:

স্ত্রীর মুখে অ্যাসিড ছুড়ে জখম করার অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ।

পুলিশ জানায়, সোমবার সকালে বাড়ি থেকে বেরিয়ে শৌচালয়ে যাওয়ার পথেই স্ত্রী সুচিত্রা নস্করের উপরে হামলা চালায় সইদুল গাজি নামে ওই ব্যক্তি। গুরুতর জখম অবস্থায় সুচিত্রাকে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরে অভিযোগ দায়ের হয় সইদুলের বিরুদ্ধে। বৃহস্পতিবার সইদুলকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীরা জানান, বারুইপুর থানার মাদারহাট এলাকায় এক ছেলেকে নিয়ে থাকেন সুচিত্রা। ২০০৪ সালে মগরাহাট থানা এলাকার বাসিন্দা সইদুলের সঙ্গে তাঁর বিয়ে হয়। সুচিত্রা সইদুলের দ্বিতীয় পক্ষের স্ত্রী।

সুচিত্রার অভিযোগ, সইদুল বাজারে আনাজ বিক্রি করলেও বাড়িতে টাকা-পয়সা দেয় না। বছর তিনেক ধরে মাঝেমধ্যেই বাড়িতে এসে অশান্তি করত সে। সোমবার বাড়ির বাইরে লুকিয়ে ছিল সইদুল। অভিযোগ, সুচিত্রা যখন শৌচালয়ে যাচ্ছিলেন, তখন সইদুল তাঁকে আক্রমণ করে। প্রথমে স্ত্রীর মাথায় ছুরি দিয়ে আঘাত করে। তার পরে মুখে অ্যাসিড ছোড়ে। ঘটনার পর থেকে পলাতক ছিল সইদুল। তদন্তকারীদের কথায়, সুচিত্রার বিবাহ-বহির্ভূত সর্ম্পক রয়েছে বলে সন্দেহ করত সইদুল। আক্রোশের বশেই স্ত্রীকে অ্যাসিড ছুড়েছে বলে জেরায় কবুল করেছে অভিযুক্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Crime Police Acid Attack
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE