Advertisement
E-Paper

সায়েন্স সিটির কাছে তৃণমূল বিধায়ক শওকতের কনভয়ের সঙ্গে বাইকের সংঘর্ষ! এসএসকেএমে মৃত্যু এক জনের

মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থেকে কলকাতার দিকে যাচ্ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে কনভয়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৪
Saokat Molla

শওকত মোল্লা। —ফাইল চিত্র।

দুর্ঘটনার কবলে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কনভয়! বিধায়কের কনভয়ের একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল এক বাইকচালকের। মঙ্গলবার দুর্ঘটনাটি হয় সায়েন্স সিটির অদূরে বামনঘাটা এলাকায়। বাসন্তী হাইওয়ে থেকে দুর্ঘটনাগ্রস্ত বাইকের চালককে উদ্ধার করে কলকাতার এসএসকেএমে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু বিকেলে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। মৃতের নাম মহ: তাজাউদ্দিন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনি কড়েয়া এলাকার বাসিন্দা ছিলেন।

মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থেকে কলকাতার দিকে যাচ্ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা তৃণমূলের ভাঙড়ের পর্যবেক্ষক শওকত। সকালে বামনঘাটা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর কনভয়। পাইলট কারের ধাক্কায় জখম হন এক বাইকচালক। স্থানীয় সূত্রে খবর, পাইলট কার এবং বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে দুমড়ে মুচড়ে যায় বাইক। পাইলট কারের সামনের অংশেরও ক্ষতি হয়। এই বিষয় নিয়ে ডিসি ট্রাফিক বলেছেন, ‘‘ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয় থানা তদন্ত করছে। এখন বিস্তারিত ভাবে কিছু জানানো হচ্ছে না। সময় মত জানানো হবে।’’

শওকত যে গাড়িতে বসেছিলেন, তার ঠিক সামনেই ছিল পুলিশের পাইলট কার। জানা যাচ্ছে, আচমকা ওই গাড়ির সামনে চলে আসে একটি বাইক। নিয়ন্ত্রণ সামলাতে না-পারায় এই দুর্ঘটনা। বাইকচালকের সঙ্গে সঙ্গে জখম হন পাইলট কারের চালকও। তাঁকে ভাঙড় নলমুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বাইকচালকের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে এসএসকেএমের ট্রমা কেয়ারে ভর্তি করানো হয়েছিল। চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও বাঁচানো যায়নি যুবককে। কী ভাবে ওই দুর্ঘটনা হল, তা নিয়ে তদন্ত করছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ।

Accidental Death Saokat Molla Convoy Bike Rider SSKM
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy