কলেজে লেখাপড়ার সময়ে নিয়মিত মডেলিং করতেন গুসকরার হুসনে শবনম। অভিনয়ের জগতে পা রাখতে তাই কলকাতায় আসতে চেয়েছিলেন তিনি। দক্ষিণ কলকাতায় একটি বাড়ি ভাড়া নেওয়াও প্রায় ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু হাওড়া স্টেশনে নেমে হুসনে জানতে পারেন ওই মহিলা তাঁকে বাড়ি ভাড়া দেবেন না।
রুপোলি পর্দায় অভিনয়ের ইচ্ছে নিয়ে কলকাতায় এসেছিলেন বোলপুরের কাজল গুপ্ত (পরিবর্তিত নাম)। কিছু দিন পেয়িং গেস্ট হিসেবে কাটানোর পরে বন্ধুরা মিলে দক্ষিণ কলকাতাতেই একটি ফ্ল্যাট ভাড়া নিতে চেয়েছিলেন। কিন্তু কাজল অভিনয় করেন জেনেই তাঁকে আর ভাড়া দিতে চাননি ফ্ল্যাটের মালিক। শেষ পর্যন্ত রাতে ‘ঠিক’ সময়ে বাড়ি ফেরার এবং ‘সংযত জীবনযাপন’ করার ‘মুচলেকা’ দিতে হয়েছিল কাজলকে। তার পরেই মিলেছিল ফ্ল্যাট ভাড়া।
দু’টি ঘটনাই বছর তিনেক আগের। ২০১৯ সালেও এক নতুন প্রজন্মের অভিনেত্রীর ফেসবুক পোস্ট দেখে জানা গেল পরিস্থিতি এখনও একই রকম। রুপোলি পর্দা নিয়ে উন্মাদনা থাকলেও সেই জগতে কাজ করা মহিলাদের সম্বন্ধে এখনও উদারমনা হতে পারেননি কলকাতারই অনেকেই