চলতি বছরে দুর্গাপুজোর পঞ্চমী থেকে দশমীর মধ্যে কলকাতা মেট্রো ৪১ লক্ষ ৬৫ হাজার যাত্রী বহন করেছে। এর মধ্যে শুধু উত্তর-দক্ষিণ মেট্রোতেই সফর করেছেন ৩৯ লক্ষ ৪৬ হাজার ৯৪৫ জন। ইস্ট-ওয়েস্ট মেট্রোয় ওই একই সময়ে যাত্রী সংখ্যা ছিল ২ লক্ষ ১৬ হাজার ৫৮১। পঞ্চমী এবং ষষ্ঠী মিলিয়ে জোকা-তারাতলা মেট্রোর যাত্রী সংখ্যা ছিল ১৮০৭।
পুজোয় যাত্রী পরিবহণ থেকে মেট্রোর আয় হয়েছে ৬.১২ কোটি টাকা। এর মধ্যে টোকেন এবং স্মার্ট কার্ড বিক্রি ছাড়াও রিচার্জের অঙ্ক রয়েছে বলে মেট্রো সূত্রের খবর। মোট আয়ের মধ্যে উত্তর-দক্ষিণ মেট্রো থেকে ৫ কোটি ৭৯ লক্ষ টাকা, ইস্ট-ওয়েস্টের ক্ষেত্রে ৩২.৮৬ লক্ষ টাকা এবং জোকা মেট্রো থেকে ২৬ হাজার ৪৬০ টাকা আয় হয়েছে। যাত্রী পরিবহণের নিরিখে সব চেয়ে বেশি যাত্রী হয়েছে দমদম স্টেশনে, ৩ লক্ষ ৮৪ হাজার ৮৫৭ জন। তার পরেই রয়েছে কালীঘাট স্টেশন। সেখান দিয়ে ৩ লক্ষ ৬৮ হাজার ৮৩০ জন যাত্রী যাতায়াত করেছেন বলে জানিয়েছেন মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)