Advertisement
E-Paper

রং দেখে পা ফেলুন, না হলে ‘লাল কার্ড’ দেখাবেন মেট্রো কর্তৃপক্ষ, গুনতে হবে জরিমানা, জানুন নিয়ম

স্টেশনে যাত্রীদের জন্য বেশ কিছু নিয়ম চালু রয়েছে। কিন্তু সেই নিয়ম অধিকাংশ সময়েই উপেক্ষা করেন যাত্রীরা। সতর্ক করার পরেও কিন্তু যাত্রীদের মধ্যে সচেতনতার অভাব বার বার দেখা যায়। এ বার কড়া হচ্ছে মেট্রো।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০২৫ ১৮:৫৮
Metro Railway authorities have now decided to be fined for crossing the yellow line at platform before arrival of train

নতুন নিয়ম কলকাতা মেট্রোয়। —ফাইল চিত্র।

৪১ বছর ধরে কলকাতা শহরে ‘লাইফলাইন’ হিসাবে পরিষেবা দিয়ে চলেছে মেট্রো। গত চার দশকে যে পদক্ষেপ করতে হয়নি, এ বার সেই পথেই হাঁটতে চলেছেন কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। যাত্রী সুরক্ষায় মেট্রোর প্ল্যাটফর্মে দাঁড়ানোর নিয়মে কড়া নির্দেশিকা জারি করা হল। সোমবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে মেট্রো।

স্টেশনে যাত্রীদের জন্য বেশ কিছু নিয়ম চালু রয়েছে। কিন্তু সেই নিয়ম অধিকাংশ সময়েই উপেক্ষা করেন যাত্রীরা। কখনও মেট্রোকর্মীদের নজরে পড়ে, সতর্কও করা হয়। কিন্তু যাত্রীদের মধ্যে সচেতনতার অভাব বার বার দেখা যায়। অনেক নিয়মের মধ্যে রয়েছে ট্রেন না-আসা পর্যন্ত প্ল্যাটফর্মের হলুদ লাইন না পেরোনো! কিন্তু আগে চড়বেন বলে অনেক যাত্রীই ট্রেন আসার আগে থেকেই হলুদ লাইন পেরিয়ে দাঁড়িয়ে থাকেন। এতে মাঝেমধ্যেই বিপদ হয়। হুড়োহুড়িতে পা ফস্কে লাইনে পড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে অতীতে।

শুধু তা-ই নয়, ইদানীং মেট্রোর সামনে বা লাইনে ঝাঁপ মারার প্রবণতাও বেড়েছে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে অতীতেও একাধিক পদক্ষেপ করেছে মেট্রো। স্টেশনে গার্ডরেল বসিয়েও দুর্ঘটনা এড়ানোর চেষ্টা করেছেন কর্তৃপক্ষ। যদিও যাত্রীদেরই একাংশের দাবি, ওই পদক্ষেপ খুব একটা কার্যকর নয়। হলুদ লাইন পার না-করার জন্য বার বার মাইকে (পাবলিক অ্যাড্রেস সিস্টেমে) সতর্কও করা হয়। স্টেশনে থাকা আরপিএফ কর্মীরাও সতর্ক করেন। তাতেও হুঁশ ফেরেনি যাত্রীদের। তাই এ বার যাত্রী সুরক্ষা এবং দুর্ঘটনা এড়াতে নয়া পদক্ষেপ করতে চলেছেন মেট্রোরেল কর্তৃপক্ষ।

সোমবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনও যাত্রী যদি মেট্রো আসার আগে হলুদ লাইন পার করেন, তবে তা অপরাধ হিসাবে গণ্য করা হবে। কেউ যদি সেই অপরাধ করেন তা হলে ২৫০ টাকা জরিমানা গুনতে হবে যাত্রীদের। আগামী ১ জুন থেকে এই নিয়ম কার্যকর হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। গোটা প্ল্যাটফর্ম চত্বর সিসিটিভি-তে মোড়া থাকে। সেই লাইভ ফুটেজ দেখেই সিদ্ধান্ত নেবেন মেট্রো কর্তৃপক্ষ।

Kolkata Metro Fine
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy