Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Kolkata Metro

Kolkata Metro: নাম বদলাবে এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট মেট্রোর! আয় বাড়াতে ব্র্যান্ডিংয়ের নতুন প্রস্তাব মেট্রো রেলের

বৃহস্পতিবার যে ৭টি স্টেশনের ‘ব্র্যান্ডিং’-এর কথা বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তার মধ্যে ৬টিই ব্যস্ততম।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ২৩:১৪
Share: Save:

আয় বাড়াতে চাইছে মেট্রো রেল। বড় কর্পোরেট সংস্থাগুলির কাছে বিজ্ঞাপনের জন্য মেট্রো স্টেশনগুলিকে ব্যবহার করার প্রস্তাব দিচ্ছে তারা। এর আগে আটটি স্টেশনের ‘ব্র্যান্ডিং’ করার কথা বলা হয়েছিল। বৃহস্পতিবার নতুন এক বিজ্ঞপ্তিতে আরও ৭টি স্টেশনকে ‘ব্র্যান্ডিং’-এর জন্য ছাড় দেওয়া হল। তবে এই প্রক্রিয়ায় বদলে যেতে পারে অতি পরিচিত মেট্রো স্টেশনগুলির নাম।

নতুন তালিকায় আছে পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড, দমদম, নোয়াপাড়া, বেলগাছিয়ার মতো স্টেশনের নাম। এ ছাড়া ইস্ট ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ এবং বেঙ্গল কেমিক্যালসও রয়েছে। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, কর্পোরেট সংস্থাগুলি চাইলে নিজের নাম এই স্টেশনের নামের আগে বা পরে ব্যবহার করতে পারে। এমনকি নিজেদের সংস্থার লোগোও বসাতে পারে স্টেশনের নামের সঙ্গে।

বৃহস্পতিবার যে ৭টি স্টেশনের ‘ব্র্যান্ডিং’-এর কথা বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তার মধ্যে ৬টিই ব্যস্ততম। কর্পোরেট সংস্থাগুলির ব্র্যান্ডিং-এর ক্ষেত্রে যেখানে তাদের নাম বহু জনের কাছে একসঙ্গে পৌঁছনোই সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেখানে ব্যস্ত মেট্রো স্টেশনের নামের সঙ্গে কর্পোরেট সংস্থার নাম জোড়ার প্রস্তাব নিঃসন্দেহে আকর্ষণীয় বলে মনে করছেন ব্র্যান্ড বিশেষজ্ঞেরা।

তবে পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেডের সঙ্গে কোনও সংস্থার নাম জুড়ে গেলে বিষয়টি কেমন হবে, তা ভাবাচ্ছে যাত্রীদের। এর আগে সল্টলেক সেক্টর ফাইভ, সল্টলেক স্টেডিয়াম, করুণাময়ী, শোভাবাজার সুতানুটি, চাঁদনি চক, বরাহনগর, ফুলবাগান, সিটি সেন্টারের মতো মেট্রো স্টেশনে ব্র্যান্ডিং-এর প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ওই স্টেশনগুলির তুলনায় নতুন তালিকার স্টেশনগুলিতে যাত্রী সমাগম বেশি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kolkata Metro Advertisement
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE