সাতসকালে মেট্রো বিভ্রাট। দক্ষিণেশ্বর স্টেশনে সিগন্যাল সমস্যার কারণে আধঘণ্টার বেশি ভাঙাপথে মেট্রো চলে ব্লু লাইনে। বুধবার সকালে পরিষেবা ব্যাহত হওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা।
মেট্রো সূত্রে খবর, বুধবার সকাল ৮টা ১৫ মিনিট নাগাদ দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে সিগন্যালে সমস্যার দেখা দেয়। তার পরেই তড়িঘড়ি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। দক্ষিণেশ্বর থেকে বরাহনগর পর্যন্ত আপ এবং ডাউন লাইনের পরিষেবা পুরোপুরি বন্ধ থাকে সেই সময়ে। মেট্রো চলে বরাহনগর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত। মেট্রো সূত্রে জানানো হয়, সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ পুরোপথে পরিষেবা চালু হয়। তবে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগে।
সকাল সকাল মেট্রো পরিষেবা বিঘ্নিত হওয়ায় অনেক যাত্রীই অসুবিধার সম্মুখীন হন। বিকল্প উপায়ে কর্মস্থলে পৌঁছোনোর চেষ্টা করেন অনেকে। স্টেশনগুলিতেও ক্রমশ ভিড় বাড়তে থাকে। সকালের দিকে মেট্রোগুলিতে বহু স্কুলপড়ুয়া থাকে। বয়সে ছোট স্কুলপড়ুয়াদের অনেকেই একা মেট্রোয় যাতায়াত করে। হঠাৎ মেট্রো থেকে নেমে যাওয়ার ঘোষণা হতেই বিভ্রান্ত হয়ে পড়ে তাদের অনেকে। ভিড়ের মধ্যে স্টেশন থেকে কোনও রকমে বেরিয়ে বাস বা ট্যাক্সিতে স্কুলে পৌঁছোনোর চেষ্টা করে ওই স্কুলপড়ুয়ারা।
আরও পড়ুন:
কলকাতা মেট্রোয়, বিশেষত ব্লু লাইনে প্রায়ই পরিষেবা ব্যাহত হচ্ছে। কখনও রেকে যান্ত্রিক গোলযোগ, কখনও সিগন্যালে সমস্যা। আবার কখনও মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার কারণে পরিষেবা ব্যাহত হয়। নিত্যযাত্রীদের দাবি, পরিষেবা বিঘ্নিত হওয়া নিত্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে।