Advertisement
১১ নভেম্বর ২০২৪
Kolkata Metro

মেট্রোলাইনে আত্মহত্যার চেষ্টা শোভাবাজারে, দমদম থেকে সেন্ট্রাল পর্যন্ত পরিষেবা বন্ধ রইল ৩০ মিনিট

মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা শোভাবাজার-সুতানুটি স্টেশনে। এর ফলে বেলায় দমদম থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্রো পরিষেবা প্রায় আধ ঘণ্টা বন্ধ রইল।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৪ ১২:২০
Share: Save:

মেট্রোয় ফের আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির। সোমবার দুপুরে এই ঘটনার জেরে ব্লু লাইন (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ)-এ প্রায় আধ ঘণ্টা মেট্রো পরিষেবা আংশিক ভাবে বন্ধ রইল।

সকাল ১১টা ৪৫ মিনিট নাগাদ শোভাবাজার-সুতানুটি স্টেশনে মেট্রোলাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। তাঁকে উদ্ধার করতে লাইনের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। দমদম থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়। পুজোর ছুটির পরে প্রথম কাজের দিনে সমস্যায় পড়েন যাত্রীরা। প্রায় আধ ঘণ্টা পরে দুপুর ১২টা ১৮ মিনিটে সেন্ট্রাল এবং দমদম স্টেশনের মধ্যে মেট্রো চলাচল শুরু হয়।

তবে ব্লু লাইনে সেন্ট্রাল থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক ছিল । অন্য দিকে, দমদম এবং দক্ষিণেশ্বরের মাঝেও মেট্রো পরিষেবাও স্বাভাবিক ছিল।

অন্য বিষয়গুলি:

Kolkata Metro Suicide Metro Rail
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE