—প্রতিনিধিত্বমূলক ছবি।
মেট্রোয় ফের আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির। সোমবার দুপুরে এই ঘটনার জেরে ব্লু লাইন (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ)-এ প্রায় আধ ঘণ্টা মেট্রো পরিষেবা আংশিক ভাবে বন্ধ রইল।
সকাল ১১টা ৪৫ মিনিট নাগাদ শোভাবাজার-সুতানুটি স্টেশনে মেট্রোলাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। তাঁকে উদ্ধার করতে লাইনের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। দমদম থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়। পুজোর ছুটির পরে প্রথম কাজের দিনে সমস্যায় পড়েন যাত্রীরা। প্রায় আধ ঘণ্টা পরে দুপুর ১২টা ১৮ মিনিটে সেন্ট্রাল এবং দমদম স্টেশনের মধ্যে মেট্রো চলাচল শুরু হয়।
তবে ব্লু লাইনে সেন্ট্রাল থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক ছিল । অন্য দিকে, দমদম এবং দক্ষিণেশ্বরের মাঝেও মেট্রো পরিষেবাও স্বাভাবিক ছিল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy