Advertisement
১৮ জুলাই ২০২৪
Accident

হাওড়া ব্রিজে রেষারেষিতে বাস উল্টে মৃত ২, আশঙ্কাজনক ৩ জন

শুক্রবার বেলা ১১টা নাগাদ হাওড়া ব্রিজে উল্টে গেল একটি মিনিবাস। বেশ কয়েকজন যাত্রী জখম বলে খবর পাওয়া যাচ্ছে। রাজাকাটরার কাছে ব্রিজ থেকে নামার মুখেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি।

উল্টে যাওয়া মিনিবাসের আপত্কালীন দরজা থেকে বেরিয়ে আসছেন যাত্রীরা।—নিজস্ব চিত্র।

উল্টে যাওয়া মিনিবাসের আপত্কালীন দরজা থেকে বেরিয়ে আসছেন যাত্রীরা।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ জুন ২০১৭ ১১:৩০
Share: Save:

বার বার প্রচার আর পুলিশি অভিযানের পরও বাসের বেপরোয়া গতিতে কিছুতেই রাশ টানা যাচ্ছে না। হাওড়া ব্রিজের মতো ব্যস্ত জায়গায় আজ ফের এমন রেষারেষির বলি হতে হল এক শিশু-সহ দু’জনকে। আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও তিন যাত্রী।

শুক্রবার বেলা ১১টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। হাওড়ার মালিপাঁচঘড়া থেকে শিয়ালদহ আসার পথে রেষারেষি করতে থাকা মিনিবাসটি রাজাকাটরার কাছে ব্রিজ থেকে নামার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। ২০-২৫ জন যাত্রী আহত হন। আহতদের মেডিক্যাল কলেজ এবং হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এঁদের মধ্যে মেডিক্যাল কলেজে চিকিত্সাধীন তিন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। বাকিদের প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়।


চলছে আহতদের উদ্ধারের কাজ।

মৃতদের একজন বছর আঠাশের গণেশ গঙ্গোপাধ্যায় অন্যজন ৪৭ বছরের জহিন্দ্র সিংহ। দু’জনেরই বাড়ি হাওড়ার সালকিয়ায়।

এই দুর্ঘটনার জেরে দীর্ঘ ক্ষণ তীব্র যানজট সৃষ্টি হয় হাওড়া ব্রিজ এবং সংলগ্ন এলাকায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bus Accident Accident Howrah Bridge
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE