Advertisement
E-Paper

দফতরের রাজস্ব বৃদ্ধির কৃতিত্ব মোটর ভেহিকেলস এনফোর্সমেন্ট বিভাগকে দিলেন পরিবহণমন্ত্রী

রবিবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত হয় ‘মোটর ভেহিকেলস এনফোর্সমেন্ট অফিসার্স অ্যাসোসিয়েশন’-এর বার্ষিক সাধারণ সভায় দুই মন্ত্রী রাজস্ব বৃদ্ধি নিয়ে মতামত জানালেন।

আনন্দবাজার অনলাইন

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৮
রবিবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে মোটর ভিহিকেলস এনফোর্সমেন্ট অফিসার্স অ্যসোসিয়েশনের সভায় বক্তৃতা করলেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

রবিবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে মোটর ভিহিকেলস এনফোর্সমেন্ট অফিসার্স অ্যসোসিয়েশনের সভায় বক্তৃতা করলেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। নিজস্ব ছবি।

বামফন্ট জমানার শেষ বছরের তুলনায় গত কয়েক বছরে কয়েকশো গুণ রাজস্ব বেড়েছে পরিবহণ দফতরের। আর সেই রাজস্ব বৃদ্ধি করার কৃতিত্ব পরিবহণ দফতরের অধীন মোটর ভেহিকেলস এনফোর্সমেন্ট বিভাগের আধিকারিকদের দিলেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। পরে তাঁরই বক্তব্যের প্রতিধ্বনি শোনা গেল পরিবহণ দফতরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডলের গলাতেও। রবিবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত হয় ‘মোটর ভেহিকেলস এনফোর্সমেন্ট অফিসার্স অ্যাসোসিয়েশন’-এর বার্ষিক সাধারণ সভা। সেখানেই হাজির হয়েছিলেন এই দুই মন্ত্রী।

পরিবহণমন্ত্রী স্নেহাশিস বলেন, ‘‘২০১০-১১ সালের পরিবহণ দফতরের রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৯৩৬ কোটি টাকা। আমি এই দফতরের দায়িত্বে আসার আগে পর্যন্ত সেই রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২৬০০ কোটি টাকা। অর্থাৎ ১০০,২০০ গুণ করে বছরে রাজস্ব আদায় বেড়েছে। আমরা দফতরের দায়িত্বে আসার পর সেই রাজস্ব বেড়ে হল ৩৫০০ কোটি টাকা। অর্থাৎ প্রায় ১০০০ কোটি টাকা বৃদ্ধি পেল। এখন সেটা বেড়ে চার হাজার কোটি হয়ে গিয়েছে। দু’বছরে দেড় হাজার কোটি টাকার রাজস্ব বৃদ্ধি হয়েছে, আর্থাৎ গড়ে বছরে ৭৫০ কোটি টাকা করে রাজস্ব আদায় হয়েছে। আর এই অর্থবর্ষ শেষ হলে রাজস্ব আদায়ের পরিমাণ পৌঁছবে পাঁচ হাজার কোটিতে।’’

তিনি আরও বলেন, ‘‘এই আয় সম্ভব হয়েছে আপনাদের জন্য। আমি আশা করব আগামী দিনগুলিতে আয়ের পরিমাণ ৪৮০০ কোটি ছাড়িয়ে যাবে। এই যে রাজস্ব আদায় বাড়ল, কী করে? আপনাদের জন্য। আমরা বৈঠক করলাম, বার বার আলোচনা করলাম। কোথায় ল্যাকিং আছে, কোথায় সমস্যা আছে, সেটা জানলাম। তার পর আমরা সবাই উদ্যোগী হয়ে রাজস্ব বাড়াতে সফল হয়েছি।’’ পরিবহণ দফতরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ বলেন, ‘‘আমাদের দফতর এমন ভাবে চলে সেই প্রবাদের মতো। দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তাই আমরা জনপ্রতিনিধিরা এবং আপনারা এনফোর্সমেন্ট বিভাগ এক সঙ্গে কাজ করেছিলাম বলেই রাজস্ব বাড়ানোর সম্ভব হয়েছে।’’

সংগঠনের সভায় মন্ত্রীদ্বয় এমন প্রশংসা করায় সংগঠনের সাধারণ সম্পাদক বিপ্লব মণ্ডল বলেন, ‘‘আমাদের লক্ষ্য থাকে পরিবহণ দফতর তথা মোটর ভেহিকেলস বিভাগ থেকে যেন সাধারণ মানুষ উপকৃত হন, এবং ন্যায্য পরিষেবা থেকে বঞ্চিত না হন। তার পরেই আমরা রাজস্ব বিভাগ-সহ অন্য বিষয়গুলিতে মন দিই। মন্ত্রীদের সহযোগিতা না থাকলে তো আর সাফল্য আসে না। আমরা এবং সরকার একমত হয়ে কাজ করছি বলেই আমরা সফল হয়েছি। তবে এই সাফল্যে আত্মতুষ্টির কোনও জায়গা নেই। নতুন লক্ষ্য স্থির করে সেদিকে এগোতে হবে।’’

Motor Vehicle Transport Department Snehasis Chakraborty
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy