Advertisement
০৪ মে ২০২৪

দুষ্কৃতীর গুলিতে ম্লান সিপির দাবি

শহর থেকে বেআইনি অস্ত্রশস্ত্র উদ্ধারের ক্ষেত্রে মঙ্গলবারই পুলিশ কমিশনার রাজীব কুমার তাঁর বাহিনীর কাজে সন্তোষ প্রকাশ করেছিলেন। ২৪ ঘণ্টা না পেরোতেই বুধবার বিকেলে কসবার সুইনহো লেনে গুলিবিদ্ধ হলেন এক যুবক। পুলিশের অবশ্য দাবি, এই ঘটনার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৬ ০০:৪০
Share: Save:

শহর থেকে বেআইনি অস্ত্রশস্ত্র উদ্ধারের ক্ষেত্রে মঙ্গলবারই পুলিশ কমিশনার রাজীব কুমার তাঁর বাহিনীর কাজে সন্তোষ প্রকাশ করেছিলেন। ২৪ ঘণ্টা না পেরোতেই বুধবার বিকেলে কসবার সুইনহো লেনে গুলিবিদ্ধ হলেন এক যুবক। পুলিশের অবশ্য দাবি, এই ঘটনার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। গুলি চালানোয় অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের বক্তব্য, গণ্ডগোলের মূলে একটি গাড়িকে অন্য গাড়ির ধাক্কা। কিন্তু তার জেরেই যদি গুলি চলে, তা হলে ভোটের সময়ে কলকাতায় রাজনৈতিক সংঘর্ষ কী আকার নেবে, সেটা ভেবেই শঙ্কিত পুলিশের একাংশ।

পুলিশ জানায়, গুলিতে জখম যুবকের নাম দেবাশিস মণ্ডল ওরফে দেবা (২৪)। বাঙুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান, তাঁর ডান পায়ের পাতা ছুঁয়ে গুলি বেরিয়ে গিয়েছে। ধৃতের নাম অমরদীপ সিংহ। তার থেকে আগ্নেয়াস্ত্রটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ জানায়, দুপুরে ওই এলাকার বাসিন্দা মোহন সাউ গাড়ি নিয়ে পাড়ারই অন্য এক জনের গাড়িতে ধাক্কা মারেন। অভিযোগ, সেই গাড়ির মালিক দেবাশিস মণ্ডলের বাড়ির লোকজন মোহনবাবুর বাড়িতে এসে তাঁর গাড়ি ভাঙচুর করেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মোহন সাউকে থানায় নিয়েও আসে। তখনই মোহনবাবুর প্রতিবেশী অমরদীপ ঘটনাস্থলে যায়। তখন অমরদীপ ও দেবাশিসবাবুর মধ্যে উত্তপ্ত কথাবার্তা হয় এবং অমরদীপ দেবাশিসবাবুকে গুলি করে বলে অভিযোগ।

এ দিন দুপুরে রং খেলা নিয়ে গোলমাল বেধেছিল উত্তর কলকাতার মুরারিপুকুরে। পুলিশ জানিয়েছে, ওই এলাকার ধোপার মাঠে সকাল থেকেই রং খেলা চলছিল। হঠাৎ দু’দল যুবকের মধ্যে মারামারি বাধে। কয়েক জন অল্পবিস্তর আহতও হন। পুলিশ পৌঁছলে গাড়ি ঘিরে শুরু হয় বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে ২২ জনকে আটক করা হয়।

লালবাজার সূত্রের খবর, দোলের দিন সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে ছোটখাটো গোলমালের ঘটনা ঘটেছে। সারা দিনে নানা ঘটনায় সন্ধ্যা পর্যন্ত ২৬১ জন গ্রেফতার হয়। বাজেয়াপ্ত করা হয়েছে ৯৫ লিটারের বেশি বেআইনি মদ। বেপরোয়া ভাবে চালানোর অভিযোগে ২৫৪ জন মোটরবাইক আরোহীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

miscreant oneshotdead
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE