Advertisement
E-Paper

আধুনিক দমকল কেন্দ্র নিউ টাউনে

আধুনিক দমকল কেন্দ্র হচ্ছে নিউ টাউনে। মঙ্গলবার এ কথা জানিয়েছেন নবনিযুক্ত দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। আবাসন দফতরের দায়িত্ব পাওয়ার পরে এ দিন প্রথম নব মহাকরণে দফতরের অফিসে যান শোভনবাবু। সেখানেই তিনি জানান, ওই দমকলকেন্দ্র গড়ার জন্য নবদিগন্ত কর্তৃপক্ষ জমিও বরাদ্দ করেছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুন ২০১৬ ০০:৩১

আধুনিক দমকল কেন্দ্র হচ্ছে নিউ টাউনে। মঙ্গলবার এ কথা জানিয়েছেন নবনিযুক্ত দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। আবাসন দফতরের দায়িত্ব পাওয়ার পরে এ দিন প্রথম নব মহাকরণে দফতরের অফিসে যান শোভনবাবু। সেখানেই তিনি জানান, ওই দমকলকেন্দ্র গড়ার জন্য নবদিগন্ত কর্তৃপক্ষ জমিও বরাদ্দ করেছেন।

স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা এবং অগ্নি-সুরক্ষার কথা ভেবে নিউ টাউনে দমকল কেন্দ্র গড়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এ দিন জানান, নবদিগন্ত কর্তৃপক্ষ এর জন্য ২ একর জমি দিয়েছেন দমকল দফতরকে।

নিউ টাউনে একটি মলের পিছনে ওই কেন্দ্র তৈরি হবে। দমকলের স্বয়ংক্রিয় লম্বা মই (ল্যাডার) কেনার টাকাও দেবে নবদিগন্ত। আবাসন ও দমকলমন্ত্রী শোভনবাবু জানিয়েছেন, খুব শীঘ্রই ওই দমকল কেন্দ্র গড়ার প্রক্রিয়া শুরু হবে।

New Town Fire Station
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy