Advertisement
E-Paper

কলকাতার আকাশে একঝাঁক রহস্যময় ড্রোন! সোমবার রাতে চক্কর দিল ভিক্টোরিয়া থেকে ব্রিগেডের উপর, চলছে খোঁজ

কলকাতা পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে কলকাতার বেশ কয়েকটি জায়গায় চক্কর কাটতে দেখা যায় ড্রোনগুলিকে। বিষয়টি জানাজানি হতেই নড়েচড়ে বসে খবর কলকাতা পুলিশ। ওই ড্রোনগুলি সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু হয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মে ২০২৫ ১২:৩৬
Mysterious drones spotted flying in Kolkata skies

কলকাতার আকাশে একঝাঁক রহস্যময় ড্রোন। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

কলকাতার আকাশে একঝাঁক রহস্যময় ড্রোন! রাতের অন্ধকারে সেই সব ড্রোন ওড়ার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে। কোথা থেকে এল এই ড্রোন, কারা ওড়াল— তা নিয়ে নানা প্রশ্ন দানা বাঁধছে। সেই সব প্রশ্নেরই উত্তর খুঁজছে কলকাতা পুলিশ।

কলকাতা পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে কলকাতার বেশ কয়েকটি জায়গায় চক্কর কাটতে দেখা যায় ড্রোনগুলিতে। ভিক্টোরিয়া থেকে ব্রিগেডের উপর দিয়ে এই সব ড্রোন উড়তে দেখা যায়। বিষয়টি জানাজানি হতেই নড়েচড়ে বসে খবর কলকাতা পুলিশ। ওই ড্রোনগুলি সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু হয়েছে। জানা গিয়েছে, ড্রোনগুলির বেশির ভাগই বিজয় দুর্গের (সাবেক ফোর্ট উইলিয়াম) আশপাশে উড়েছে। ফোর্ট উইলিয়াম যেহেতু সেনাদুর্গ, তাই ওই এলাকা ‘রেড জ়োন’ বলেই চিহ্নিত। সেখানে ড্রোন জাতীয় কিছু ওড়ানোর ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। তাই সোমবার রাতের ড্রোনগুলি নিয়ে রহস্য দানা বাঁধছে।

বর্তমানে বহু ক্ষেত্রেই ড্রোনের ব্যবহার করা হয়। বিভিন্ন অনুষ্ঠান ক্যামেরাবন্দি করতে ড্রোন ওড়ানো হয়, এমনকি পুলিশ-প্রশাসনও নজরদারি চালাতে ড্রোনের ব্যবহার করে। সোমবার রাতের ড্রোনগুলি ঠিক কী ধরনের, সেটাই বড় প্রশ্ন। কলকাতা পুলিশ সূত্রে খবর, মহেশতলার দিক থেকে ড্রোনগুলিকে উড়ে আসতে দেখা গিয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন জায়গায় সতর্কও করা হয়েছে। সেনাকে বিষয়টি জানানো হয়েছে। বিষয়টি গুজবও হতে পারে, এমন তত্ত্বও উড়িয়ে দেওয়া হচ্ছে না। সব কিছু দেখে খতিয়ে দেখা হচ্ছে বলেই জানানো হয়েছে ভারতীয় সেনার তরফে।

ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার সময়ই দেশের সব রাজ্যের সরকারকে সতর্ক করা হয়েছিল। পাকিস্তান মূলত ড্রোন হামলার চেষ্টা করেছিল বলেই জানিয়েছিল ভারতীয় সেনা। বর্তমানে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি রয়েছে। তবে ফের হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না ভারত সরকার। সব দিকেই তাই নজর রাখা হয়েছে। সেই আবহে কলকাতার আকাশে ড্রোন ওড়ার খবর উদ্বেগের কারণ বলে মনে করছেন অনেকেই।

Drone Kolkata Police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy