পরিকল্পনা ছিল, সল্টলেকের করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করে যাবেন এসএসসি-র নতুন চাকরিপ্রার্থীরা। বিকাশ ভবনের কর্তাদের দেবেন স্মারকলিপি। কিন্তু বিকাশ ভবনে যাওয়ার কর্মসূচি প্রথমেই আটকে দিল পুলিশ। সোমবার দুপুর ১টা নাগাদ চাকরিপ্রার্থীরা করুণাময়ীতে জড়ো হতেই পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে যেতে শুরু করে। এই ঘটনাকে কেন্দ্র করে এ দিন সাময়িক উত্তেজনা তৈরি হয় করুণাময়ীতে।
এ দিন দুপুর ১টা নাগাদ চাকরিপ্রার্থীরা করুণাময়ীতে জড়ো হয়ে মিছিল শুরু করার আগে নিজেদের দাবিতে স্লোগান দিতে থাকেন। তাঁদের দাবি, চলতি নিয়োগ প্রক্রিয়ায় অভিজ্ঞদের যে অতিরিক্ত ১০ নম্বর দেওয়া হচ্ছে, তা কোনও ভাবেই দেওয়া যাবে না। তা হলে নতুনেরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়বেন। সেই সঙ্গে তাঁদের দাবি, মেয়াদ-উত্তীর্ণ প্যানেল থেকে কোনও ভাবেই নিয়োগ করা যাবে না। তাঁদের প্রশ্ন, ইন্টারভিউয়ের ভিডিয়োগ্রাফি করা হল না কেন? একাদশ-দ্বাদশের ইন্টারভিউ শেষ হয়ে গিয়েছে। তবে, নবম-দশমের যে ইন্টারভিউ প্রক্রিয়া হবে, সেটির ভিডিয়োগ্রাফি করার দাবি তোলেন তাঁরা।
নতুন চাকরিপ্রার্থীদের অভিযোগ, ১০ বছর অপেক্ষা করার পরে তাঁরা এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছেন। সুলতান মেহমুদ নামে এক চাকরিপ্রার্থী নিজের বিএডের শংসাপত্র দেখিয়ে বললেন, ‘‘হাজার হাজার টাকা খরচ করে আমরা বেসরকারি কলেজ থেকে বিএড করেছি। তার পরেও যদি দেখা যায়, শিক্ষকতার অভিজ্ঞতার জন্য অতিরিক্ত ১০ নম্বর পেয়ে যাচ্ছেন অনেকে, তা হলে তা মানা যায় না। অভিজ্ঞদের থেকে ১০ নম্বর কম পাওয়ায় একাদশ-দ্বাদশে খুব কম সংখ্যক নতুন প্রার্থী তথ্য যাচাইয়ে ডাক পেয়েছেন। নবম-দশমে তার থেকে সামান্য বেশি সংখ্যক ডাক পেয়েছেন। লিখিত পরীক্ষায় ভাল নম্বর পেয়েও যদি আমরা ইন্টারভিউয়ে সুযোগ না পাই, তা হলে বিএডের সার্টিফিকেটের মূল্য কী?’’
শিশির দাস নামে আর এক চাকরিপ্রার্থীর প্রশ্ন, তাঁরা কোনও জঙ্গি আন্দোলন করতে আসেননি। শান্তিপূর্ণ ভাবে বিকাশ ভবনে স্মারকলিপি জমা দিতে যাচ্ছিলেন। তা হলে কেন তাঁদের বিকাশ ভবনে যেতে দেওয়া হল না? শিশিরের অভিযোগ, ‘‘আজ সকালে আমার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ এসে জিজ্ঞাসা করছিল, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি? ন্যায্য দাবিতে আমাদের কি আন্দোলন করারও কোনও স্বাধীনতা নেই?’’
কয়েক জন চাকরিপ্রার্থী আবার সঙ্গে একটি কেক নিয়ে এসেছিলেন। তাঁদের এক জন সমুদ্র বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‘আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এখানে আজ কেক কেটে ওঁর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, উনি আমাদের অভিভাবক। আমরা বহু বছর অপেক্ষা করে এসএসসি দিয়েছি। আমাদের ন্যায্য দাবি থেকে বঞ্চিত করবেন না।’’
যদিও ওই কেক কাটার সুযোগ দেয়নি পুলিশ। দ্রুত সেই কেক বাজেয়াপ্ত করে তারা। বিক্ষোভকারী চাকরিপ্রার্থীদের দ্রুত আটক করে গাড়িতে তুলে বিধাননগর থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, এ দিন মিছিলের অনুমতি ছিল না। তাই করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করতে দেওয়া হয়নি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)