Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Death

বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু বৃদ্ধের

তিনটি অটোই দুমড়ে-মুচড়ে যায়। অটোগুলির পাশ দিয়ে যাচ্ছিলেন স্থানীয় বাসিন্দা নিমাইবাবু।

আকস্মিক: বাসের ধাক্কায় দুমড়ে যাওয়া তিনটি অটো। শুক্রবার, ডায়মন্ড হারবার রোডের উপরে। (ইনসেটে) নিমাই মণ্ডল। নিজস্ব চিত্র।

আকস্মিক: বাসের ধাক্কায় দুমড়ে যাওয়া তিনটি অটো। শুক্রবার, ডায়মন্ড হারবার রোডের উপরে। (ইনসেটে) নিমাই মণ্ডল। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২০ ০৫:১৯
Share: Save:

নিয়ন্ত্রণ হারিয়ে পর পর তিনটি অটো এবং দুই পথচারীকে ধাক্কা মারল একটি লরি। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার রোডের উপরে ঠাকুরপুকুর থানার ৩এ বাসস্ট্যান্ডের কাছে। ওই ঘটনায় আহত সত্তরোর্ধ্ব পথচারী নিমাই মণ্ডলকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। তিনি স্থানীয় বিশ্বাসপাড়ার বাসিন্দা।

পুলিশ সূত্রের খবর, এ দিন দুপুর দেড়টা নাগাদ আচমকা ডায়মন্ড হারবার থেকে বেহালাগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তিনটি অটোকে পর পর ধাক্কা মারে। লরির ধাক্কায়

তিনটি অটোই দুমড়ে-মুচড়ে যায়। অটোগুলির পাশ দিয়ে যাচ্ছিলেন স্থানীয় বাসিন্দা নিমাইবাবু। দুর্ঘটনায় তিনিও জখম হন। সঙ্গে সঙ্গে তিন জখম অটোচালক সন্তু শীল, শম্ভু হালদার, জয়ন্ত মল্লিক এবং আর এক পথচারী কালীপদ ঘরামি ও নিমাইবাবুকে উদ্ধার করে স্থানীয় এক নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে দুই অটোচালককে ছেড়ে দেওয়া হয়। বাকি তিন জনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে ছিলেন এক অটোচালক, ওই দুই পথচারী কালীপদ ঘরামি ও নিমাই মণ্ডল। কিন্তু এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে নিমাইবাবুকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ চালক-সহ লরিটিকে আটক করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Death Accident Diamond Harbour
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE