শেক্সপিয়র সরণির বহুতল আবাসনে বৃদ্ধা খুনের ঘটনায় গ্রেফতার ওই পরিবারের প্রাক্তন গাড়িচালক। ধৃতের নাম দুধকুমার ঢল। মঙ্গলবার রাতে তাঁকে ডানকুনি থেকে গ্রেফতার করেছে পুলিশ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে বৃদ্ধাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।
বহুতল আবাসনের দশতলায় ছেলে অভয়ের সঙ্গে থাকতেন ৯১ বছরের বৃদ্ধা রেণুকা চৌধুরী। মঙ্গলবার ঘর থেকে তাঁর অচৈতন্য দেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ আশপাশের এবং আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। বৃদ্ধার ছেলে অভয়কেও সেই ফুটেজ দেখানো হয়। সেখান থেকেই গাড়িচালককে চিহ্নিত করেন অভয়। তাঁর অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালিয়ে দুধকুমারকে গ্রেফতার করেছে পুলিশ। অভয় পুলিশের কাছে দাবি করেছেন, তাঁর মায়ের হাতে একটি হিরের আংটি ছিল, হাতে এবং গায়ে যে সব সোনার গয়না ছিল সেগুলি খোওয়া গিয়েছে। পাওয়া যাচ্ছে না তাঁর মায়ের কাছে থাকা আলমারির চাবি এবং মূল গেটের চাবিও। আর কী কী খোওয়া গিয়েছে তার একটা তালিকা তৈরি করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।