ঘরের ভিতরেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। মঙ্গলবার গভীর রাতে গার্ডেনরিচ থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম লক্ষ্মীদেবী সাউ (৬৬)। দুর্ঘটনার সময় নিজের ঘরে একাই ছিলেন তিনি।
স্থানীয় সূত্রে খবর, গার্ডেনরিচের প্রিন্স দিলওয়ার ঝা লেনের একটি বাড়িতে ছেলের সঙ্গে থাকতেন লক্ষ্মীদেবী। শীতকালে প্রায় রোজ রাতেই ঘরের ভিতর আগুন জ্বালাতেন ওই বৃদ্ধা। মঙ্গলবার রাতেও তেমনটাই করেছিলেন। তা থেকেই কোনও ভাবে ঘরে আগুন লেগে যায়। সন্দেহ করা হচ্ছে, ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হন বৃদ্ধা। সে সময় নিজের ঘরে একা ছিলেন তিনি। পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন তাঁর ছেলে। রাত প্রায় ২টো নাগাদ মায়ের ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখে ছুটে গিয়ে ছেলে দেখেন, গোটা ঘর দাউদাউ করে জ্বলছে। সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছেন বৃদ্ধা মা। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
জানা গিয়েছে, বৃদ্ধার দেহে পোড়া ক্ষত রয়েছে। মৃতার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ। ঠিক কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।