কলকাতা পুলিশের সাব-ইনস্পেক্টর পদের নিয়োগ পরীক্ষায় দুই দফা উত্তীর্ণ হয়েছিলেন। তবে তৃতীয় দফা বা লিখিত পরীক্ষা দিতে আর নিজে যাননি। ওই ব্যক্তির হয়ে পরীক্ষা দেন তাঁরই জেলার বাসিন্দা লখাই জনৈক ঘোষ। পরীক্ষাকেন্দ্রে তাঁকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। ধৃতের স্বীকারোক্তির ভিত্তিতে এ বার গ্রেফতার হলেন ওই পরীক্ষার্থী, যাঁর হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন লখাই।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয় আব্দুল খালেককে। তাঁর হয়েই গত মঙ্গলবার পরীক্ষা দিতে এসেছিলেন লখাই। আব্দুল এবং লখাই— দু’জনেই মুর্শিদাবাদের বাসিন্দা। লখাই পুলিশকে জানান, খালেক এবং তিনি একসঙ্গে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। সেখানেই তাঁদের মধ্যে আলাপ হয়। লখাই ডব্লিউবিসিএস (প্রিলিমিনারি) এবং পিএসসি পরীক্ষাও পাশ করেছিলেন। কিন্তু, বাকি পরীক্ষার প্রস্তুতির জন্য টাকার দরকার বলে তিনি খালেকের কাছ থেকে টাকা নিয়ে তাঁর হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন বলে জেরায় দাবি করেছেন।
শনিবার ধৃত আব্দুলকে আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁকে ৮ জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল জানান, তৃতীয় রাউন্ডে ধৃতের হয়ে অন্য কেউ পরীক্ষা দিতে এসেছিলেন। তবে আগের দুই রাউন্ড তিনি নিজে পরীক্ষা দিয়েছিলেন না কি অন্য কেউ, তা জানা দরকার। আব্দুলকে জেরা করে সেই তথ্য মিলবে বলে আশাবাদী পুলিশ।
গত মঙ্গলবার কলকাতা পুলিশের সাব ইনস্পেক্টর পদে পরীক্ষা দিতে এসেছিলেন লখাই। পরীক্ষা দিতে বসেও গিয়েছিলেন তিনি। কিন্তু অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে তাঁর মুখের মিল না-থাকায় সন্দেহ হয় পরীক্ষকের। গরমিল ছিল তাঁর স্বাক্ষরেও। অ্যাডমিট কার্ডে যে স্বাক্ষর ছিল, তার সঙ্গে মেলেনি লখাইয়ের সই। তখনই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে গ্রেফতার করা হয় লখাইকে