এক মোটরবাইকেই সওয়ার তিন জন। হেলমেট নেই কারও মাথায়। এই অবস্থায় মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। শনিবার গভীর রাতে পশ্চিম বন্দর থানা এলাকার হাইড রোডের এই ঘটনায় আরও দুই যুবক জখম হন। এক জনকে পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। অন্য জন এসএসকেএম হাসপাতালের রেড জ়োনে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রের খবর, মৃত যুবকের নাম বিজয়লাল মল্লিক। ২৫ বছরের বিজয় মোটরবাইকটি
চালাচ্ছিলেন। পিছনে ছিলেন সুশান্ত হালদার এবং সানি বিন্দ নামে আরও দুই যুবক। এঁদেরও বয়স ২৪ থেকে ২৫ বছরের মধ্যে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী পুলিশ জেনেছে, মোটরবাইকটি যথেষ্ট দ্রুতগতিতে চলছিল। রাত ২টো নাগাদ হাইড রোডের জৈন কুঞ্জের কাছে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পারের পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলে ছিটকে পড়েন তিন জন। মাথায় গুরুতর চোট পান বিজয়। তিন জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিজয়কে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। সানিকে ছুটি দিয়ে দেওয়া হলেও সুশান্ত হাসপাতালের ট্রমা কেয়ারের রেড জ়োনে ভর্তি। পুলিশ ডাম্পারটির খোঁজ চালাচ্ছে। যদিও রবিবার রাত পর্যন্ত সেটির খোঁজ মেলেনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)