কলকাতার কালীঘাটে শুক্রবার ভরদুপুরে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে মারার অভিযোগ উঠল। যুবককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সৌমেন ঘরা। কালীঘাটের একটি দোকানে সাইনবোর্ড ভাঙা নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা হয়। তার জেরেই হামলার অভিযোগ উঠেছে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সৌমেন কালীঘাটের বেণীনন্দন স্ট্রিটে একটি সোনার দোকানে কাজ করতেন। ওই দোকানে সংস্কারের কাজ চলছিল। শুক্রবার দুপুরে দোকানের মালপত্র নিয়ে যাওয়ার সময় অন্য একটি দোকানের সাইনবোর্ডে ধাক্কা লাগে বলে অভিযোগ। সেই নিয়ে দুই দোকানের কর্মীদের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, সে সময়ে সৌমেনকে কোপ মারা হয়।
স্থানীয়েরা ঘটনাস্থলে ছুটে আসেন। সঙ্গে সঙ্গে সৌমেনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।