উত্তরপ্রদেশে ভুয়ো সংস্থা খুলে প্রায় ২০০ কোটি টাকা প্রতারণার অভিযোগে সেখানকার পুলিশ কলকাতা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল। রবিবার রাতে, আনন্দপুর থানা সংলগ্ন একটি বহুতল থেকে। ধৃতের নাম সুকান্ত বন্দ্যোপাধ্যায়। সোমবার তাকে বিমানে উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হয়।
আনন্দপুরের ওই বহুতলে সপরিবার থাকত সুকান্ত। কয়েক মাস আগে তার বিরুদ্ধে ভুয়ো সংস্থা খুলে প্রতারণার অভিযোগ ওঠে। উত্তরপ্রদেশ পুলিশ সেই সময়ে সুকান্তকে গ্রেফতারও করে। কিন্তু পরে জামিন পায় সে। চলে আসে কলকাতায়। একাধিক বার তলব করা সত্ত্বেও সুকান্ত হাজিরা এড়াচ্ছিল। তাই গ্রেফতারি পরোয়ানা জারি করে লখনউ আদালত।
রবিবার সকালে আনন্দপুর থানায় আসে উত্তরপ্রদেশ পুলিশের দল। যৌথ অভিযান চালিয়ে সুকান্তকে ধরা হয়। পুলিশের ধারণা, প্রতারণা-চক্রের অন্যতম মাথা সুকান্ত। আনন্দপুর থানার এক আধিকারিক বলেন, ‘‘আমাদের কাছে উত্তরপ্রদেশ পুলিশের তরফে সহায়তা চাওয়া হয়েছিল। থানার তরফে সব রকম সাহায্য করা হয়েছে। ঝুঁকি এড়াতে অভিযুক্তকে বিমানে উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হয়েছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)