একটি প্রতারণার মামলার তদন্তে নেমে মঙ্গলবার ১৩২ জনের পাসপোর্ট উদ্ধার করল বাগুইআটি থানার পুলিশ।
পুলিশ সূত্রের খবর, কেষ্টপুরের প্রফুল্লকানন এলাকায় একটি বাড়িতে চালু হওয়া একটি সংস্থা বিদেশে কাজ দেওয়ার নাম করে পাসপোর্ট আটকে রেখে টাকা আদায় করছে বলে অভিযোগ এসেছিল। তারই ভিত্তিতে তদন্ত শুরু করে বাগুইআটি থানার পুলিশ উত্তরপ্রদেশের সুলতানপুর জেলার বাসিন্দা খালিদ আহমেদ ওরফে আহমেদ খান নামে এক ব্যক্তির খোঁজ পায়। সম্প্রতি উত্তরপ্রদেশ থেকে তাকে গ্রেফতার করে আদালতে পেশ করলে পুলিশি হেফাজত হয়।
খালিদকে গ্রেফতার করে পুলিশ জানতে পারে, পূর্ব বর্ধমানের শক্তিগড়ে উল্লাস মিনি টাউনশিপ এলাকায় ভাড়ায় বসবাস করছিল সে। ওই ভাড়ার বাড়িতে অভিযান চালিয়ে মেলে ১৩২টি পাসপোর্ট। পুলিশ জানতে পেরেছে, বিদেশে চাকরি দেওয়ার নাম করে আগ্রহীদের থেকে পাসপোর্ট চাওয়া হত। তার পরে সেটি আটকে রেখে টাকা আদায় করা হত। কত জনকে এ ভাবে প্রতারণা করা হয়েছে, সেই বিষয়ে খোঁজ শুরু করেছে পুলিশ। পুলিশের অনুমান, এই ঘটনায় কোনও চক্র সক্রিয় রয়েছে। আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)