অধিকর্তার সই জাল করে একটি সংস্থার বিভিন্ন অ্যাকাউন্ট থেকে প্রায় ২৩ লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠেছিল এক তরুণীর বিরুদ্ধে। সাহিদা আফরিন নামে ওই তরুণীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। এ বার সাহিদাকে ওই টাকা তুলতে সাহায্য করার অভিযোগে এক প্রাক্তন ব্যাঙ্ককর্মীকে গ্রেফতার করলেন পাটুলি থানার তদন্তকারীরা। ধৃতের নাম রূপম ঝা। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গড়িয়াহাট শাখার কর্মী ছিল রূপম।
পুলিশ জানিয়েছে, চলতি বছরে এক ব্যবসায়ী অভিযোগ করেন, রেজিস্ট্রার অব কোম্পানিজ়ে ভুয়ো নথি দিয়ে তাঁর সংস্থার পরিচালন সমিতির দখল নিয়েছে অভিযুক্ত সাহিদা। সে ওই নথি ব্যাঙ্কে দিয়ে অভিযোগকারীর স্বাক্ষর জাল করে প্রায় ২৩ লক্ষ টাকা তুলেও নিয়েছে। এই কাজে সাহিদাকে সাহায্য করেছে রূপম। এর পরেই পাটুলি থানার ওসি তীর্থঙ্কর দে-র নেতৃত্বে একটি দল সংশ্লিষ্ট সংস্থার বিভিন্ন নথি দেখতে শুরু করে। তাতে জানা যায়, অভিযোগকারীর সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে পাটুলি থানা এলাকায়। পুলিশের দাবি, অভিযুক্ত রূপমের মধ্যস্থতায় পাটুলি শাখার বদলে অন্য শাখায় ভুয়ো নথি দিয়ে অ্যাকাউন্টের মালিকানা বদলে ফেলা হয়েছিল।
এক পুলিশকর্তা জানান, ধৃত সাহিদা অভিযোগকারীর এক আত্মীয়ের দেখাশোনা করত। সেই সুযোগে সে সংস্থার টাকা ও বেশ কিছু সম্পত্তি হাতিয়ে নেয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)