E-Paper

জল সরাতে ম্যানহোল খুললে উঠছে বালিশ!

অভিযোগ, শহরের উত্তর থেকে দক্ষিণে ম্যানহোলের ঢাকনা সরালে কোথাও মিলছে বালিশ, কোথাও বড় বড় বস্তা, কোথাও বা প্লাস্টিক, ডাবের খোলা!

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ০৬:৪১
ম্যানহোল সাফাইয়ের সময়ে উঠে আসছে আবর্জনা। বৃহস্পতিবার, উত্তর কলকাতার বেচু চ্যাটার্জি স্ট্রিটে।

ম্যানহোল সাফাইয়ের সময়ে উঠে আসছে আবর্জনা। বৃহস্পতিবার, উত্তর কলকাতার বেচু চ্যাটার্জি স্ট্রিটে। —নিজস্ব চিত্র।

অল্প সময়ে ভারী বৃষ্টিপাতে শহরে জল জমার ছবি নতুন নয়। তবে এ বারের টানা বৃষ্টিতে শহরবাসীর অভিজ্ঞতা বলছে, যে সব জায়গায় এত দিন জল জমত না, এ বার সেখানেও জমছে। এর কারণ অনুসন্ধানে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। গত কয়েক দিন ধরে ম্যানহোল সাফাইয়ে নেমে কলকাতা পুরসভার নিকাশি দফতরের কর্মীদের তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হচ্ছে।

অভিযোগ, শহরের উত্তর থেকে দক্ষিণে ম্যানহোলের ঢাকনা সরালে কোথাও মিলছে বালিশ, কোথাও বড় বড় বস্তা, কোথাও বা প্লাস্টিক, ডাবের খোলা! পুরসভার নিকাশি দফতরের এক আধিকারিক সেই সব ছবি দেখিয়ে বলেন, ‘‘মানুষের অসচেতনতার জন্যেই জল জমছে। মানুষ সচেতন না হলে পুরসভা পাম্প চালালেও জল সরবে না। কারণ নিকাশি নালায় জঞ্জালের স্তূপ থাকলে জল সরতে পারে না।’’ নিকাশি দফতরের আধিকারিকদের দাবি, শহরের বহু জায়গায় রাতে ম্যানহোলের ঢাকনা খুলে পরিত্যক্ত বালিশ, বস্তা, প্লাস্টিক ফেলা হচ্ছে।

আগে ম্যানহোলের লোহার তৈরি ঢাকনা চুরি হত। চুরি বন্ধ করতে পুরসভা ম্যানহোলের ঢাকনা কংক্রিটের করেছে। কিন্তু তাতেও সমাধান হচ্ছে না। নিকাশি দফতরের এক আধিকারিকের কথায়, ‘‘গত দু’দিনে ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিট এলাকা থেকে ম্যানহোলের ঢাকনা খুলে আবর্জনার বহর দেখে অবাক হতে হয়েছে। মানুষ কতটা অসচেতন হলে এই কাজ করতে পারেন!’’ পুরসভা জানাচ্ছে, গার্ডেনরিচ এলাকাতেও ম্যানহোলের ঢাকনা খুলে পরিত্যক্ত সামগ্রী ফেলার প্রবণতা যথেষ্ট। এ বিষয়ে কলকাতা পুলিশকে জানানো হলেও কাজ কিছু হয়নি বলে অভিযোগ পুর কর্তৃপক্ষের।

বুধবার রাতভর ও বৃহস্পতিবার সকাল থেকে টানা বৃষ্টিতে জলমগ্ন হয় ১২৭, ১২৮ নম্বর ওয়ার্ড-সহ বেহালার একাধিক এলাকা। দীর্ঘক্ষণ জলমগ্ন ছিল আর জি কর হাসপাতালের স্ত্রী-রোগ ও প্রসূতি বিভাগের সামনের অংশ। বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর ৩টে পর্যন্ত উত্তর কলকাতায় ভারী বৃষ্টি হলেও দক্ষিণে পরিমাণ ছিল তুলনায় কম।

অন্য দিকে, বুধবার রাত থেকে টানা বৃষ্টিতে ভেসেছে দমদমের তিন পুর এলাকা। বিধাননগর পুরসভার সংযুক্ত এলাকা-সহ বেশ কিছু জায়গাতেও জল জমেছে। বাগজোলা, কেষ্টপুর খাল, ইস্টার্ন ড্রেনেজ, দমদম ক্যান্টনমেন্ট, ফতেশা, নোয়াই-সহ বিভিন্ন খাল এবং নালাগুলি টইটম্বুর হওয়ায় জল নামছে ধীরে।

দক্ষিণ দমদম পুরসভার ১-৬ নম্বর ওয়ার্ডে জমা জলের দুর্ভোগ বেশি। অভিযোগ, মেট্রোর কাজের জন্য এই সমস্যা বেড়েছে। দক্ষিণ দমদম পুর কর্তৃপক্ষ জানান, পুর এলাকার কোথাও গোড়ালি পর্যন্ত, কোথাও তা ছাপিয়ে জল জমেছে। একই ছবি দমদম পুর এলাকার পি কে গুহ রোড, কালীধাম, রাধানগর, ইটলগাছা, কমলাপুর, যশোর রোডে ১ নম্বর গেট সংলগ্ন মেট্রো স্টেশনের এলাকা-সহ একাধিক জায়গায়।

উত্তর দমদমের ৩, ১১, ১৩ নম্বর ওয়ার্ডের সুভাষ সরণি, নবনগর, সাবিত্রীপল্লি, কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন জায়গা জলমগ্ন ছিল। বিধাননগরের সংযুক্ত এলাকা-সহ কিছু জায়গায় জল জমেছে। দত্তবাদ, সল্টলেকের ভিতরেও কিছু জায়গায় জল জমেছে। যদিও বিধাননগর পুরসভার দাবি, জল জমলেও অধিকাংশ জায়গা থেকে জল নামছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Manhole KMC

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy