Advertisement
২৪ এপ্রিল ২০২৪
kolkata

ধর্মঘটের দ্বিতীয় দিনেও লক্ষ্য সেই স্কুলের গাড়ি! তদন্তে কমিশন

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ধর্মঘটীরা উত্তেজিত হয়ে উইকেট দিয়ে গাড়ির কাচ ভেঙে দেয়।

ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ধর্মঘটীরা। -নিজস্ব চিত্র।

ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ধর্মঘটীরা। -নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৯ ২১:৩৫
Share: Save:

শ্রমিক সংগঠনগুলির ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিনেও শিশুদের স্কুল গাড়ি ভাঙচুরে মুখ পুড়ল ধর্মঘটীদের। অভিযোগ, বুধবার সকালে রাজাবাজার মোড়ের কাছে একটি পুলকারে আচমকা চড়াও হন তাঁরা। সেই সময়ে ওই গাড়িতে শিশুরা স্কুল যাচ্ছিল।দূর থেকে মিছিল আসতে দেখে শিশুদের নামিয়ে দেন চালক।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ধর্মঘটীরা উত্তেজিত হয়ে উইকেট দিয়ে গাড়ির কাচ ভেঙে দেয়। গাড়ির ভিতরেএকমাত্র চালকই ছিলেন। তিনি আহত হয়েছেন। চালক মহম্মদ কালামের অভিযোগ, একটি শিশুরও আঘাত লেগেছে। গাড়িটিরও ক্ষয়ক্ষতি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক জানিয়েছেন, চোখের সামনে এই ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পড়ে শিশুরা। অনেকেই এই ঘটনার পরে স্কুলে যেতে চায়নি।

লালবাজার সূত্রে খবর, এই ঘটনায় ২১ জন ধর্মঘটীকে আটক করা হয়েছে। ওই এলাকায় সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

কী ঘটনা ঘটেছিল?

মঙ্গলবার ধর্মঘটের প্রথম দিনে বারাসত চাঁপাডালির মোড়ে একটি স্কুল বাস ভাঙচুরের ঘটনা ঘটে। তখন ওই বাসের মধ্যে ছিল খুদে পড়ুয়ারা। গাড়ি আটকে রেখে আন্দোলন চলে। পরে পুলিশ এসে ধর্মঘটীদের সেখান থেকে সরিয়ে দেয়। পরে এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, ‘‘এই ভাঙচুরের ঘটনায় আমরা জড়িত নই। মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা চলছে। এখনও আমাদের আর্মহার্স্ট স্ট্রিট থানায় আটকে রাখা হয়েছে।’’

আরও পড়ুন- এটিএমে ভোগান্তি, প্রভাব বেশি রাজ্যে​

আরও পড়ুন- বন্‌ধে বাস চালকদের হেলমেট​

এই দু’টি ঘটনায় রাজ্যের শিশু সুরক্ষা অধিকার আয়োগ তদন্তে নেমেছে। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই পুলিশের সঙ্গেও যোগাযোগ করেছেন কমিশনের সদস্যরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

police school pool car
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE