E-Paper

প্রশান্তের এ বার ‘সঙ্কল্প অভিযান’

রাজ্যে গত তিন বছর ধরে ‘বিহার বদলাও যাত্রা’ করেছিলেন প্রাক্তন ভোট-কুশলী পি কে। প্রচারে ভাল সাড়া মিললেও বিধানসভা ভোটে কোনও আসন পায়নি তাঁর দল। ‘আত্মসমীক্ষা’র প্রতীক হিসেবে পশ্চিম চম্পারনের ভিতিহরওয়া আশ্রমে এক দিনের ‘মৌন উপবাস’ কর্মসূচিতে বসেছিলেন পি কে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ১৭:১২
Prashant Kishor to take out Snaklap Yatra in Bihar now

উপবাস শেষে নতুন অভিযান ঘোষণা প্রশান্ত কিশোরের। পশ্চিম চম্পারনের ভিতিহরওয়া আশ্রমে । —নিজস্ব চিত্র।

নীতীশ কুমারের নেতৃত্বে বিহারে ফের এনডিএ-র মন্ত্রিসভা শপথ নেওয়ার পরেই নতুন সঙ্কল্প নিয়ে পথে নামার ঘোষণা করে দিলেন জন সুরাজ পার্টির নেতা প্রশান্ত কিশোর (পি কে)। রাজ্যে গত তিন বছর ধরে ‘বিহার বদলাও যাত্রা’ করেছিলেন প্রাক্তন ভোট-কুশলী পি কে। প্রচারে ভাল সাড়া মিললেও বিধানসভা ভোটে কোনও আসন পায়নি তাঁর দল। ‘আত্মসমীক্ষা’র প্রতীক হিসেবে পশ্চিম চম্পারনের ভিতিহরওয়া আশ্রমে এক দিনের ‘মৌন উপবাস’ কর্মসূচিতে বসেছিলেন পি কে। স্কুলের ব্যাগ প্রতীকে এ বার ভোটে লড়েছিল জন সুরাজ, স্কুলের পড়ুয়ারাই শুক্রবার ফলের রস খাইয়ে পি কে-র উপবাস ভঙ্গ করেছে। পরে পি কে বলেছেন, ‘‘প্রত্যাশিত ফল আমরা পাইনি। কিন্তু বসে থাকলে চলবে না। গান্ধীজি’র প্রেরণায় নতুন সঙ্কল্প নিয়ে পথে নামব। আগামী ১৫ জানুয়ারি থেকে ‘বিহার নবনির্মাণ সঙ্কল্প অভিযানে’ রাজ্যের মোট এক লক্ষ ১৮ হাজার ওয়ার্ডে গিয়ে জনসংযোগ করা হবে।’’ পি কে-র মতে, বিহারের গরিব পরিবারগুলির কাছে সরকারের তরফে যে ভাবে ভোটের মুখে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে, তাতেই মূলত নির্বাচনের ফল প্রভাবিত হয়েছে। এর ফলে গণতন্ত্র ও সংবিধানের মর্যাদা হানি হয়েছে। তারই পাশাপাশি এক সময়ে নরেন্দ্র মোদী, নীতীশ কুমার ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেষ্টা হিসেবে কাজ করে আসা পি কে-র ঘোষণা, গত ২০ বছরে তাঁর উপার্জিত আয়ের মধ্যে একটি বাড়ি রেখে বাকি সব জন সুরাজকে দিয়ে দেবেন।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Prashant Kishor Bihar Politics

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy