অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো ফুলবাগানে। মৃত গৃহবধূর নাম পূজা জৈন। বাপের বাড়িতে এসেছিলেন তিনি। শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ বাপের বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে দেখতে পান, খাটের তলায় চাদরে মোড়া অবস্থায় পড়ে রয়েছে তাঁর দেহ। চাদরে রক্তের দাগ ছিল বলেও জানিয়েছে পুলিশ। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে পূজাকে সেখানেই মৃত ঘোষণা করা হয়।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতেই শ্বশুরবাড়িতে আসেন মৃতার স্বামী দীপক জৈন। শুক্রবার সকালে তিনি বেরিয়ে যান। তারপরই মৃতদেহ উদ্ধার হয়। দীপকের বাড়ি হাওড়া। কিন্তু তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। ফোনও বন্ধ বলে জানিয়েছে পুলিশ।
ময়না তদন্তে জানা গিয়েছে, পূজাকে ভারী কোনও অস্ত্রের আঘাতে খুন করা হয়েছে।
আরও পড়ুন, ‘মরতে চাই!’ ওষুধভর্তি শিশি দেখিয়ে বন্ধুদের বলেছিল চতুর্থ শ্রেণির ছাত্রীটি
কিন্তু রহস্য দানা বেঁধেছে দুটি নিখোঁজ ডায়েরি ঘিরে। শুক্রবার পূজার মৃতদেহ খুঁজে পাওয়ার আগেই তাঁর নামে ফুলবাগান থানায় নিখোঁজ ডায়েরি করেন বাপের বাড়ির লোকজন। আবার বৃহস্পতিবার রাতেও তাঁর নামে একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছিল হাওড়াতে, করেছিলেন শ্বশুরবাড়ির লোকজন।
তাই খুনের ঘটনা বুঝতে পারলেও খুনি কে, তা নিয়ে ধন্ধে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।