পালংশাক কিনতে মানিকতলা বাজারে রবিবার সাত-সকালে হাজির হয়েছিলেন রমেন নাগ। সারা বাজার ঘুরেও তিনি মনের মতো পালংশাক পাননি। আবার লেক মার্কেটে বেগুন কিনতে গিয়ে ক্রেতারা দেখলেন পোকা ধরা বেগুন বিকোচ্ছে কেজি প্রতি ৬০ টাকায়।
বাজার সংগঠনের প্রতিনিধিদের দাবি, সবের পিছনেই রয়েছে বুলবুল। ওই ঘূর্ণিঝড়ের কারণে আনাজের দর আচমকা বেড়ে গিয়েছে। কারণ গত দু’দিন খারাপ আবহাওয়ার কারণে শহরের বিভিন্ন বাজারে প্রয়োজনের তুলনায় আনাজ আসেনি। শিয়ালদহের কোলে মার্কেটের সদস্য তথা রাজ্য সরকারের দ্রব্য মূল্য সংক্রান্ত টাস্কফোর্সের সদস্য কমল দে-র কথায়, ‘‘শনি ও রবিবার চল্লিশ শতাংশ করে আনাজ কম এসেছে বাজারে। এত কম আনাজ ঢুকলে শহরে বিভিন্ন বাজারে তার একটা প্রভাব তো পড়বেই।’’
ফেডারেশন অব ট্রেডার্স অর্গানাইজেশন অব ওয়েস্টবেঙ্গল-এর সাধারণ সম্পাদক তারকনাথ ত্রিবেদীর আবার বক্তব্য, ‘‘বুলবুলের প্রভাবে বিভিন্ন জেলায় প্রচুর আনাজ নষ্ট হয়েছে। আগামী দিনে আনাজের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে।’’