গোটা রাস্তা জুড়েই তৈরি হয়েছে বড় বড় গর্ত। একটু বৃষ্টি হলেই জমে হাঁটুসমান জল। এমনই বেহাল মিনাখাঁ ব্লকের চৈতল ও চাঁপালি অঞ্চলের প্রধান জেলা পরিষদের রাস্তাটি। স্থানীয় মানুষদের অভিযোগ, প্রায় পাঁচ বছর ধরে রাস্তার এমনই হাল, অথচ প্রশাসনের তরফে সংস্কারের কোনও উদ্যোগ নেই।
ব্লক ও স্থানীয় সূত্রে খবর, নিমিচি বাজার থেকে চাঁপালি পঞ্চায়েত পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করেন চৈতল, তিউড়িয়া, মণ্ডলপাড়া-সহ দু’টি অঞ্চলের কয়েক হাজার বাসিন্দা। বিকল্প রাস্তা সে ভাবে না থাকায় বিডিও অফিস, থানা, হাসপাতাল, স্কুল, কলেজ— সবই যেতে হয় এই রাস্তা ধরেই। ফলে বৃষ্টির সময়ে জল জমে দুর্ঘটনার ঝুঁকি, আর শুকনো দিনে রাস্তার পাথরে পিছলে যানবাহন উল্টে যাওয়ার আশঙ্কা নিয়েই চলছে যাতায়াত।
স্থানীয় বাসিন্দা জয়ন্ত মণ্ডল, সুকেশ প্রামাণিকেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘প্রতিদিনস্কুল-কলেজের পড়ুয়া থেকে সাধারণ মানুষ এই ভাঙা রাস্তা দিয়ে যাতায়াত করছেন। রোজই কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটছে। পাঁচ বছর ধরে সরকার উন্নয়নের কথা বললেও এই রাস্তার কোনও উন্নতি হয়নি।’’ মিনাখাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি সাইফুদ্দিন মোল্লা বলেন, ‘‘রাস্তা সংস্কারের জন্য সংশ্লিষ্ট দফতরে জানানো হয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে।’’ জেলা পরিষদেরসভাধিপতি নারায়ণ গোস্বামী জানিয়েছেন, রাস্তাটি দ্রুত মেরামতির জন্য চেষ্টা চলছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)