Advertisement
১৮ এপ্রিল ২০২৪

ঘুমের ওষুধ ছড়িয়ে চুরি, পাকড়াও ৫

পাড়ায় বিত্তবানদের সম্বন্ধে প্রথমে খোঁজ নিত তারা। তার পরে রাতে গ্রিল কেটে ঢুকত সেই সব বাড়িতে। ছড়িয়ে দিত ঘুমের ওষুধ। বাড়ির লোকজন গাঢ় ঘুমে আচ্ছন্ন হয়ে গেলে ঘর সাফ করে দিত তারা। দু’বছর ধরে বাগুইআটির জ্যাংড়ায় চোরেদের এমনই একটি দল গড়ে উঠেছিল। বিধাননগর পুলিশ পাঁচ সদস্যদের দলটিকে ধরেছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ জুলাই ২০১৫ ০৪:১৪
Share: Save:

পাড়ায় বিত্তবানদের সম্বন্ধে প্রথমে খোঁজ নিত তারা। তার পরে রাতে গ্রিল কেটে ঢুকত সেই সব বাড়িতে। ছড়িয়ে দিত ঘুমের ওষুধ। বাড়ির লোকজন গাঢ় ঘুমে আচ্ছন্ন হয়ে গেলে ঘর সাফ করে দিত তারা। দু’বছর ধরে বাগুইআটির জ্যাংড়ায় চোরেদের এমনই একটি দল গড়ে উঠেছিল। বিধাননগর পুলিশ পাঁচ সদস্যদের দলটিকে ধরেছে।

পুলিশ জানায়, ধৃতদের নাম আশিস বিশ্বাস, সুব্রত বিশ্বাস, অসিত দাস, কিশোর সর্দার ও শঙ্কর গায়েন। তাদের কাছে টাকা, গয়না ছাড়াও ২০টি মোবাইল এবং ১২টি ল্যাপটপ পাওয়া গিয়েছে। গোয়েন্দা-প্রধান কঙ্করপ্রসাদ বারুই জানান, বাগুইআটি ও দমদম থেকেও পরে অনেক জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। চক্রটি বেশ কিছু দিন ধরেই বাগুইআটি-দমদম এলাকায় একই ভাবে চুরি চালিয়ে যাচ্ছিল। গত মাসে বাগুইআটি, অশ্বিনীনগর, পুবালির মতো কিছু জায়গায় চুরি হয়। পুবালিতে এক সিইএসসি-কর্মীর বাড়িতে চুরি করতে গিয়ে তাঁকে বেঁধে রেখে যায় চোরেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE